নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:- নিজের জা-কে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদা থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীর দাবি, তাঁর ১৬ বছরের নাবালক ছেলেকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করে আসছিলেন তাঁর জা দীপিকা বিশ্বাস। দীপিকা ওই নাবালককে নানাভাবে ভয় দেখিয়ে, ছবি দেখিয়ে তাঁকে যৌন হেনস্থা করত। এমনকি, ঘটনার কথা কাউকে বললে ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন। নাবালকের মা জানিয়েছেন, দীপিকা নিজের যৌনতৃষ্ণা মেটাতে নাবালককে যৌন সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করত। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে বাধ্য হয় ওই নাবালক। এই ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযুক্ত মহিলা দীর্ঘদিন ধরে তাঁর জা- এর ছেলেকে যৌন হয়রানি করে আসছিলেন। পরিবারের সদস্যরা যখন এই বিষয় জানতে পারেন তখন তাঁরা দ্রুত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপিকার বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করা হলে, আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন, “এটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। একজন নাবালকের ওপর তাঁরই কাকিমা এমন অত্যাচার চালাবে, তা কল্পনাও করা যায় না। আমরা আদালতের কাছে অভিযুক্ত মহিলার যাতে যথাযথ শাস্তি হয় সেই দাবি জানাব।”