হাওড়া তে ‘এমএলএ কাপ’ ক্রিকেট

ক্রীড়া জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:- ক্রিকেট মানেই বাঙালির আবেগ। খেলায় কেউ জেতে কেউ হারে। খেলা মানেই হার জিতের গল্প। এবার ক্রিকেটপ্রেমীদের কথা ভেবেই ভারতের প্রাক্তন ক্রিকেটার ক্রীড়া ও প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শনি ও রবিবার। শনিবার হাওড়ার দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা ‘এমএলএ কাপ’ এর উদবোধন হল। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মনোজ তিওয়ারি সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির উদ্দেশ্যে বলেন, ‘বাংলার কোচিংয়ের দায়িত্ব নিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করো, ভারতসেরা হও।’ তিনি আরও বলেন, ‘আমি মনোজ তিওয়ারিকে অভিনন্দন জানাব। মনোজ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা। ক্রিকেটের প্রতি মনোজের ভালোবাসা সবথেকে বেশি। সব জায়গায় দেখি ফুটবলকে ঘিরে এমএলএ কাপ হয়, এখানে দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে। যেহেতু ক্রিকেটকে ঘিরেই মনোজ তিওয়ারির উঠে আসা, মনোজ আজকে মনোজ তিওয়ারি হয়েছে ক্রিকেটের জন্যই। ওঁর কাছে আমি একটা আবেদন করেছিলাম, এছাড়া গত এক বছর ধরে আইএফের কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে আজকে যে গর্ব হয়েছে আমরা ভারত সেরা হয়েছি, বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে। মনোজকেও অনুরোধ করছি এখানে প্রচুর প্রতিভা রয়েছে। এখানে এমন সব শর্ট দেখছি যেটা ভারতীয় ক্রিকেটেও দেখা যায় না। সুতরাং, প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’

অরূপ বিশ্বাস আরও বলেন, ‘মনোজকে বলব তুমি এতদিন খেলেছো, অধিনায়কত্বও করেছো এবার কোচিং করে বাংলার দায়িত্ব নাও এবং বাংলাকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করো, ভারতসেরা করো।’ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট হাওড়াকে কেন্দ্র করে ‘খেল সিটি’ তৈরীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ বিশ্বাস বলেন, ‘আগে একটা বৈঠক করে এটা আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বিষয়টি হিডকো দেখবে। ফলে এর কাজ কতদূর তার উত্তর হিডকো দিতে পারবে।’ এদিন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ সকলকে এই আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার শুভেচ্ছা জানান। পাশাপাশি ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা যায় রাজ্যের যুব সভানেত্রী সায়নী ঘোষকে।