বন্ধ কারখানায় মিলল দুই শ্রমিকের দেহ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বন্ধ কারখানার আবাসনের ভিতরে আগুন! উদ্ধার দুই শ্রমিকের দেহ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায়। শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে গেছে।

সূত্রের খবর, দুই শ্রমিকই ওই কারখানায় ভিন রাজ্য থেকে এসে কাজ করছিলেন। ত্রিভুবন ঠাকুর (৪৭) এবং জ্ঞানী বর্মা (৪৯) এই দুই শ্রমিকই উত্তরপ্রদেশের বাসিন্দা। এই শ্রমিকরা দীর্ঘদিন ধরেই কারখানার আবাসনে থাকতেন। ওই কারখানায় তেমন কেও কাজ করেন না। কিন্তু বকেয়া বেতনের আশায় ওই শ্রমিক আবাসনে ৫০ জন ঠিক কর্মী এখনও রয়ে গিয়েছেন।

রবিবার সকালে ওই দুই শ্রমিককে আবাসনের অন্য এক শ্রমিক ডাকাডাকি করলেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢোকেন। দেখেন দু’জনেই বিছানায় বিছানায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে, কীভাবে মৃত্যু হলে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, ওই দুই শ্রমিকের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।