Kultali: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের পুলিশের ওপর হামলা। গোয়ালপোখরের পর এবার কুলতলি (Kultali )। রবিবার সন্ধ্যায় ভাঙড়ে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kultali) জামতলা বাজার এলাকায়। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। চার জন পুলিশকর্মী জখম হয়েছেন।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

সূত্রের খবর, ভাঙড়ে একটি মেলায় জুয়ার আসর বসানো হয়। ভাঙড় থানার পুলিশ সেই ঠেক ভাঙতে অভিযান চালায়। আর তখনই রাস্তার মধ্যেই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ কয়েকজনকে আটক করার চেষ্টা করতেই হামলা করা হয়। বাঁশ দিয়ে পুলিশের ওপর হামলা করা হয়। গালিগালাজও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহত বেশ কয়েকজন পুলিশকে চিকিৎসার জন্য নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

খবর পেয়ে তৎক্ষণাৎ অন্যান্য পুলিশ কর্তারাও আসেন। ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে সুখেন দাস ও স্বপন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে বলে খবর। তবে কে বা কারা এই জুয়ার আসর নিয়ে বসেছিল তার তদন্ত করছে পুলিশ। দিন কয়েকের মধ্যে রাজ্যে আরও দুটি ঘটনা ঘটে পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে।

https://www.youtube.com/@newspolebangla

ফের পুলিশের ওপর হামলা। গোয়ালপোখরের পর এবার কুলতলি (Kultali )। রবিবার সন্ধ্যায় ভাঙড়ে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kultali) জামতলা বাজার এলাকায়। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। চার জন পুলিশকর্মী জখম হয়েছেন।