শোলের গব্বর কি মহাকুম্ভে ?

দেশ

নিউজ পোল ব্যুরো:- ছোটবেলায়, যখন বাচ্চারা খেতে চাইত না, তখন মায়েরা তাঁদের গব্বর সিংয়ের নাম বলে ভয় দেখিয়ে খাবার খাওয়াতেন আর ঘুম পাড়াতেন। সেই গব্বর সিং, যিনি ১৯৭৫ সালের বিখ্যাত সিনেমা শোলে- তে গব্বরের চরিত্রে অভিনয় করেছিলেন। আজও বাংলা- হিন্দী সিনেমাপ্রেমীদের কাছে এই গব্বর চরিত্রটি অমর। কিন্তু সম্প্রতি সেই গব্বর সিংয়ের নাম উঠে এসেছে অন্য এক অদ্ভুত পরিস্থিতিতে- প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায়।

বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত কুম্ভমেলা। এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ মেলা। সেখানে কাতারে কাতারে ভক্ত, সন্ন্যাসী, পর্যটকরা জড়ো হয়েছেন। তবে হাজার হাজার মানুষের ভীড়ে হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে আর এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার এবং প্রয়াগরাজ প্রশাসন। মেলায় হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন ভীড়ের মধ্যে একে অপরকে খুঁজে পাওয়া যায়, সেই জন্য বিশেষ ঘোষণা ব্যবস্থা চালু করা হয়েছে।

সম্প্রতি, এমন এক ঘোষণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক মহিলা তাঁর সঙ্গীদের থেকে আলাদা হয়ে গিয়েছেন এবং তিনি মাইকে ঘোষণা করছেন, “আমি সুশীলা বলছি- গব্বর, মহেন্দ্র, তোমরা যেখানেই থাকো, আমাকে নিয়ে যাও। আমরা টাওয়ারের কাছেই দাঁড়িয়ে আছি।” এই অদ্ভুত ঘোষণা শুনে হইচই পড়ে যায় এবং মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন এই ঘোষণা এতো ভাইরাল হল? আসলে, ‘গব্বর’ নামটি শোলে সিনেমার সেই কুখ্যাত ভিলেন গব্বর সিংয়ের কথা মনে আসবেই আপনার। আমজাদ খান অভিনীত এই গব্বর চরিত্রটি আজও দর্শকদের মনে অমর হয়ে রয়েছে। আজও তাঁর নাম মানুষের মনে অগাধ প্রভাব ফেলে, তাই এমন মজাদার একটি পরিস্থিতিতে গব্বর সিংয়ের নাম উঠে আসা এবং এই ভিডিও দ্রুত ভাইরাল হওয়া ছিল একেবারেই স্বাভাবিক।

তবে এই ঘটনাটি শুধু হাসির খোরাক হিসেবেই নয়, প্রশাসনের কার্যকর পদক্ষেপকেও স্পষ্ট করে তোলে। মেলার মতো বিশাল অনুষ্ঠানে মানুষ যেন নিরাপদ থাকে, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছে কুম্বমেলা কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসন।