বিধানসভায় বালু

অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন বিতরণ মামলায় জামিন পাওয়ার পর এই প্রথম বিধানসভায় এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার তিনি বিধানসভায় সেই পুরনো ভঙ্গিতে সাদা শার্ট ও সাদা প্যান্টে দেখা গেল তাঁকে। শরীরী ভাষায় ও দেখা গেল চাঙ্গা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়লেন। মনে হলে সেই পুরনো বালু নিজের ফর্মে ফিরলেন। শুধুমাত্র মাথা নড়িয়ে একটাই উত্তর দিলেন শরীর ভালো আছে।

প্রায় দু’বছর জেলবন্দি থাকার পর মুক্তি পেয়ে সোমবার প্রথম বারের জন্য বিধানসভায় এলেন, হাবড়া তৃণমূল বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি বলে খবর। তবে বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষের সঙ্গে দেখা হয়। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এর পাশাপাশি তিনি ১বছর ৩ মাস যে সময়টা জেলে ছিলেন সেই সময়ের বেতন তুলতেই গিয়েছিলেন। তার কাগজপত্র সই সাবুদ করে আসেন তিনি।

সূত্রের খবর, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আগের মত বিধানসভার কাজকর্মে যোগদান করতে বলেন নির্মল ঘোষ বলে সূত্রের খবর। প্রসঙ্গত, যদি কোন বিধায়ক জেলবন্দি অবস্থায় থাকার পর মুক্তি পেলে তাঁকে বিধানসভায় হাজিরা দিতে হয়। সেই প্রেক্ষিতে বিধানসভায় হাজিরা খাতায় সই করে এসেছেন বালু বলে সূত্রের খবর। তবে এদিন বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি বলেই জানা গেছে।