Ration corruption:রেশন সংক্রান্ত একাধিক দাবিতে মহামিছিল

কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সম্প্রতি জেলমুক্তি হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। একসময় রেশন দুর্নীতি (Ration corruption) কাণ্ডে নাম জড়ানোর কারণে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আর এরই মধ্যে কলকাতায় ফের রেশন সংক্রান্ত বিষয়ে মহামিছিল। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের উদ্যোগে ও সংগ্রামী যৌথ

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

মঞ্চের যৌথ আহবানে আজ সোমবার এক মহা মিছিলের আয়োজন করা হয়। বাবুঘাট থেকে খাদ্য ভবন অব্দি যায় মিছিলটি, দেখানো হয় বিক্ষোভ। এদিন তাঁদের তরফ থেকে বেশ কিছু দাবি নিয়ে খাদ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা করেন তাঁরা।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

সোমবারের মিছিলের মূল দাবি ছিল একাধিক। এদিনের মিছিল থেকে বলা হয় রেশন ডিলারদের ন্যূনতম মাসিক আয় ৫০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাদের আরও দাবি ছিল আইন অনুযায়ী অ্যাডিশনাল মার্জিন না দিয়ে ভয় দেখিয়ে ইলেকট্রনিক কাটা চলবে না। রেশন বিতরণী অনলাইন সিস্টেমের অজুহাতে জনগণকে বঞ্চিত করা যাবেনা বলেও এদিন হুংকার দেন তাঁরা।

https://www.youtube.com/@newspolebangla

এদিন দুয়ারে রেশন প্রকল্প (Ration corruption) নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের ও সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। দুয়ারে রেশন প্রকল্প পরিষেবা জন্য পর্যাপ্ত মানুষ না থাকার জন্য অবিলম্বে এই প্রকল্প বন্ধ করতে হবে বলেন তাঁরা। এদিন এমনই একগুচ্ছ দাবি নিয়ে খাদ্যভবনের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

সম্প্রতি জেলমুক্তি হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। একসময় রেশন দুর্নীতি (Ration corruption) কাণ্ডে নাম জড়ানোর কারণে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আর এরই মধ্যে কলকাতায় ফের রেশন সংক্রান্ত বিষয়ে মহামিছিল। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের উদ্যোগে ও সংগ্রামী যৌথ