নিউজ পোল ব্যুরো: ক্যানসারে বাদ পড়ল কিডনি। তবে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বিশিষ্ট বাঙালি পরিচালক শৌনক সেন। কিডনিতে ম্যালিগন্যান্ট টিউমার ছিল শৌনকের। এদিন হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন ‘অল দ্যাট ব্রিদস’ ছবির পরিচালক। জানালেন তিনি অনেকটা সুস্থ আছেন এখন।
২০২৩ সালের ৯৫ তম অস্কারে এক পূর্ণদৈর্ঘের তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’। কিন্তু চূড়ান্ত মনোনয়নের তালিকায় উঠলেও সেরার সেরা শিরোপায় জায়গা হয়নি শৌনকের। তবে শৌনকের ছবির ব্যাপক প্রশংসা করেছিলেন অস্কারজয়ী প্রযোজক।
২০২৪ সাল থেকে অসুস্থ ছিলেন শৌনক। তাঁর দেহে ম্যালিগন্যান্ট টিউমার পাওয়া যায়। কিডনিতেই ছিল টিউমার। তবে সেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে। এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তিনি। এদিন হাসপাতালের বেড থেকেই নিজের অসুস্থতার কথাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শৌনক। তিনি লেখেন, ‘হঠাৎই এই রোগ ধরা পরে তাঁর শরীরে। তবে রোগটা ধরা পড়ার আগে কোনো শারীরিক অসুস্থতা ছিল না। আমার বংশেও এমন রোগ নেই। মদ সিগারেটও খাই না। ধরা পড়ার আগেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় ডাক্তাররা। ২৬ ডিসেম্বর নেফ্রেক্টমি থেকে কিডনির একটি অংশ বাদ দেওয়া হয়।’
তিনি এদিন লেখেন, ‘আমি এখন ক্যানসার মুক্ত। ফার্স্ট স্টেজে ধরা পড়েছে এটা আমার জীবনে আশীর্বাদ স্বরূপ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারছি এটাই অনেক।’