Donald Trump: দ্বিতীয়বারের জন্য শপথগ্রহণ ট্রাম্পের

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: সোমবার অর্থাৎ ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন। রিপাবলিকান দলের এই নেতা শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিঃশ্বজুড়ে তৈরী হয়েছে উত্তেজনা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এরই মধ্যে আমেরিকায় পৌঁছে গিয়েছেন ভারতের বিখ্যাত শিল্পপতি মুকেশ অম্বানী ও তাঁর স্ত্রী নীতা অম্বানী।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান। সাধারণত এই অনুষ্ঠান প্রতি বছর ক্যাপিটাল ভবনের বাইরে আয়োজন করা হয়। তবে চলতি বছর তীব্র ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কারণে অনুষ্ঠানটি ক্যাপিটাল ভবনের ভিতর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। শপথগ্রহণ অনুষ্ঠানটি সোমবার অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে শপথগ্রহনের পর একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে আয়োজনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজর কাড়লেন ধনকুবের মুকেশ অম্বানী ও তাঁর স্ত্রী নীতা অম্বানী। বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এই দম্পতি যাঁরা শপথগ্রহণের একদিন আগেই আমেরিকা পৌঁছে যান। আমেরিকা পৌঁছেই ট্রাম্পের সঙ্গে এক ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেন তাঁরা এবং নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। পাশাপাশি, ভারত- মার্কিন সম্পর্ককে আরো দৃঢ় করার আর্জিও জানান মুকেশ ও নীতা। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে আমেরিকার রাজধানী এবং দেশের নানা প্রান্ত সেজে উঠেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত হয়েছেন। তবে এই আয়োজনের জন্য বিশাল অঙ্কের বাজেট তৈরী করেছে ট্রাম্পের উদ্বোধনী কমিটি।

একটি সমীক্ষা অনুযায়ী, শপথগ্রহণ অনুষ্ঠানের খরচ মেটাতে ছোট- বড় সংস্থাগুলি আর্থিক সাহায্যের মাধ্যমে উদ্বোধনী কমিটি এরই মধ্যে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। জানা গেছে, আমেরিকার শিল্পপতি ও উদ্যোগপতিরাই এই অনুষ্ঠানের জন্য বিশাল অঙ্কের আর্থিক সহযোগিতা করেছেন। উল্লেখ্য, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের জাঁকজমক এবং প্রস্তুতি যে উচ্চমাত্রার তা এই বিপুল অর্থের ব্যবহারের মাধ্যমেই বোঝা যায়। মুকেশ ও নীতা অম্বানীর উপস্থিতি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এবং এই উচ্চপর্যায়ের অতিথিদের মধ্য দিয়ে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনার পথ খুলে যাওয়ার আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।