নিউজ পোল ব্যুরো: ব্যারাকপুর স্টেশন রোডে আজ মঙ্গলবার একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে দমকল বিভাগের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, শপিং মলের ভেতরে কেউ আটকে আছেন কিনা বা এই ঘটনায় কোন প্রাণহানি বা ক্ষতি হয়েছে কিনা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শপিং মলের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় দমকল এবং প্রশাসন একসঙ্গে কাজ করছে।
বিস্তারিত আসছে…