হাইড্রেনে উদ্ধার দেহ

অপরাধ জেলা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মৃত বৃদ্ধার দেহ উদ্ধার হাওড়া চ্যাটার্জিহাট থানা এলাকায় হাইড্রেনের মধ্যে থেকেl ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত মহিলার নাম গঙ্গা দাস (৭০)। বাড়ি চ্যাটার্জীহাট থানা এলাকায়। মৃত বৃদ্ধা গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় শৈলেন মান্না সরণীর একটি হাইড্রেনের মধ্যে। তারপর ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

সূত্রের খবর, বৃদ্ধা গত ৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। তারপরেও বাড়ির লোকজন থানায় কোনও মিসিং ডায়েরি কেন করেননি এটা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে, পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।