নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পথ দুর্ঘটনা শহরে। মঙ্গলবার সকালে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো। দুর্ঘটনায় শিশু মহিলা সহ ছয় জন আহত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১। দুর্ঘটনার কবলে ৩ টি অটো। ম্যাটাডোরের চালক পলাতক।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে বেপরোয়া গতিতে কামালগাজির দিক থেকে একটি ম্যাটাডোর আসছিল। বেপরোয়া গতিতে আসায় একটি যাত্রীবাহী অটোয় ধাক্কা মারে। এর জেরে দুর্ঘটনার কবলে পরে আরও ৩টি অটো। অটোয় থাকা যাত্র্রীরা আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।
এদিনই যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের কাছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলেন শিশুর বাবা মা। বাসের ধাক্কায় প্রাণ যায় শিশুর মায়ের। বাবা গুরুতর আহত। অল্পের জন্য প্রাণে বাঁচে শিশুটি।