নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ দিনের কলকাতাবাসীর প্রতীক্ষার অবসান হতে চলেছে। যাবতীয় জটিলতা, রাজনৈতিক মারপ্যাঁচ আর প্রাকৃতিক সংকট কাটিয়ে আজ মঙ্গলবার থেকে বৌবাজার এলাকায় মাটির নিচ দিয়ে শুরু হতে চলেছে মেট্রোর ট্রায়াল রান।
উল্লেখ্য, বৌবাজার এলাকায় একের পর মাটি ধসের জরে বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল এই মেট্রো পথকে। যার জেরে এই রুট এতদিন ছিল অসম্পূর্ণ। এবার সেক্টর ফাইভের সঙ্গে সরাসরি যুক্ত হবে মহাকরণ স্টেশন।
রেল কর্তারা জানিয়েছেন, শেষ মুহূর্তে কোনও প্রতিবন্ধকতা তৈরি না হলে মঙ্গলবার অর্থাৎ ২১ জানুয়ারি রাত ১১ টা থেকে শুরু হবে ট্রায়াল রান। ভোর চারটে পর্যন্ত এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে। এরপর কমিশনার অফ সেফটি সবুজ সঙ্কেত দিলেই শুরু হবে যাত্রী চলাচল।
এই রুটের স্টেশনগুলি হল: সল্টলেক সেক্টর ফাইভ – করুণাময়ী – সেন্ট্রাল পার্ক – সিটি সেন্টার – বেঙ্গল কেমিক্যাল – সল্টলেক স্টেডিয়াম – ফুলবাগান – শিয়ালদা – এসপ্লানেড – মহাকরণ। এই ট্রেন মহাকরণ থেকে হাওড়া স্টেশন হয়ে পৌঁছবে হাওড়া ময়দান পর্যন্ত।
প্রসঙ্গত, মেট্রোর এই লাইন পরিচিত গ্রিনলাইন হিসেবে। এই লাইন সেক্টর ফাইভ থেকে বিমানবন্দরের দিকে সম্প্রসারণের কাজ চলছে। কেস্টপুর – দমদম পার্ক – বাগুইহাটি হয়ে তা পৌঁছবে তেঘরিয়া। সেখানেই গ্রিন লাইন মিশবে ওরেঞ্জ লাইনের সঙ্গে। যে অরেঞ্জ লাইন বিমান বন্দর থেকে তেঘরিয়া হয়ে সেক্টর ফাইভ হয়ে পৌঁছবে কবি সুভাষ স্টেশনে। যার ফলে কোনও যাত্রী চাইলেই এবার থেকে সেক্টর ফাইভ থেকে অরেঞ্জ লাইনে পৌঁছতে পারবেন বিমান বন্দর পর্যন্ত।