নিজস্ব প্রতিনিধি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আগামী ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার শান্তিনিকেতনে (Santiniketan) আসছেন। তাঁর পরিবার সূত্রের খবর, আজ মঙ্গলবার তিনি আমেরিকার বস্টন থেকে ভারতে ফিরবেন। দীর্ঘদিন ধরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনায় যুক্ত রয়েছেন এবং সারা বছরই কর্মব্যস্ত থাকেন। তা সত্বেও, নিয়ম করে প্রতি বছর নিজের পৈতৃক বাসভবন ‘প্রতীচী’- তে আসেন তিনি।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো
অমর্ত্য সেনের শান্তিনিকেতনে (Santiniketan) আসার খবর ছড়িয়ে পড়তেই তাঁর আত্মীয় এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। কর্মব্যস্ত জীবনের মধ্যেও শান্তিনিকেতনে এসে সময় কাটানোর প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। তাঁর পারিবারিক বন্ধু গীতিকন্ঠ মজুমদার জানান,”বর্তমানে অমর্ত্য সেনের বয়স ৯১ বছর এবং বার্ধক্যজনিত কারণে তিনি কিছুটা অসুস্থ। তা সত্বেও শান্তিনিকেতনে আসার বিষয় তিনি অত্যন্ত আগ্রহী। বস্টন থেকে ফোন করে তিনি প্রতীচীতে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন।” অমর্ত্য সেনের আগমনের বিষয়ে জেলা পুলিশ এবং প্রশাসনকে এরই মধ্যে অবহিত করা হয়েছে, যাতে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
অমর্ত্য সেনের লিখিত বই বিগত চল্লিশ বছর ধরে প্রায় তিরিশটি ভাষায় অনূদিত হয়েছে। তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটির একজন ট্রাষ্টি। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে অনূর্ধ্ব ষাট বছর বয়সী ভারতীয় বীর হিসেবে চিহ্নিত করেছে এবং ২০১০ সালে তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয়। নিউ স্টেট্সম্যান ম্যাগাজিন তাকে বিশ্বের ৫০ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়।