রাজ্যজুড়ে পালিত হল স্বামীজির জন্মতিথি

কলকাতা রাজ্য সংস্কৃতি

নিউজপোল ব্যুরোঃ আজ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম তিথি উপলক্ষে বেলুড় মঠ, স্বামীজীর বাড়ি সিমুল সহ রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ পুজোর আয়োজন করা হয়। বিধাননগরে রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রে আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভোর পাঁচটায় মঙ্গল আরতি দিয়ে পুজোর সূচনা হয়। বেলা নটা থেকে স্বামী বিবেকানন্দের বিশেষ পুজো ভোগ আরতি পুষ্পাঞ্জলি এবং হোমের আয়োজন করা হয়। এই পুজো করেন শ্রী গোপাল সাউ।

সন্ধে ছটা থেকে বিশেষ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেদিন বিশিষ্ট বাউল শিল্পী ব্রজগোপাল বাউল গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। এদিনই স্বামজীর উদ্দেশ্যে বিশেষ ভোগের আয়োজন করা হয়। যার ভেতরে জন্মদিনের কেক থেকে শুরু করে তিন রকম মাছ সহ পাঁচ ব্যঞ্জন রান্না করে নিবেদন করা হয় স্বামীজিকে।

গত ১৭ ই জানুয়ারি স্বামীজীর জন্মদিনের দিনেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কেন্দ্রের তরফ থেকে। এদিন কেন্দ্রের স্কুলের পড়ুয়ারা ও বিধান নগর বেশ কয়েকটি স্কুলে পড়ুয়ার প্রায় ২৫ থেকে ৩০ জন মিলে তিন চার মিনিট ধরে স্বামীজিকে নিয়ে বক্তব্য রাখেন। ফলে স্বামীজীর জীবনী ও তাঁর কর্মকাণ্ড যাতে আরো শৈশব অবস্থা থেকে পড়ুয়াদের মনের ভিতর রেখাপাত করতে পারে সেটাই ছিল মূল উদ্দেশ্য।

এই কেন্দ্রে সরকারের অনুমোদিত বিদ্যালয় রয়েছে যেটি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অনুমোদিত। আর এই প্রথমবার বিদ্যালয়ের তরফ থেকে পাঁচজন পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে।অন্যদিকে মডানাইজেশন এর কথা মাথায় রেখে সোলার পাওয়ার সিস্টেম বসানো হয়েছে, যেখান থেকে ৯ কিলোওয়াড বিদ্যুৎ উৎপাদন হয়ে সারা মন্দির চলছে। অন্যদিকে সাতটি আরো নতুন ক্লাস…. ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তৈরি করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের সভাপতি ঊর্মিলা সেন, ডক্টর চঞ্চল তে (সেক্রেটারি) , তপন দত্ত সুবীর চক্রবর্তী, সহ সভাপতি সঞ্জীব দাস শর্মা, কৃষ্ণজিৎ প্রসাদ সেনগুপ্ত, রঞ্জন দাস, সুব্রত মাহাতো সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই দিনে প্রায় দুই হাজার ভক্ত ও ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় ভোগ প্রসাদের।