৪৭ তম প্রেসিডেন্ট হয়ে ‘সোনার আমেরিকা’ গড়ার স্বপ্ন ট্রাম্পের

আন্তর্জাতিক দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো : সোমবার ভারতীয় সময় রাত ১০:৩২ মিনিটে আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্যাপিটাল বিল্ডিং বা মার্কিন কংগ্রেস ভবনে। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভারত থেকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি সহ আরও অনেকে।

সোমবার ভারতীয় সময় রাত ৯:৫০ মিনিটে হোয়াইট হাউস থেকে বেরোলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম ক্যাপিটাল বিল্ডিং এর উদ্দেশ্যে। রাত ১০:০০ টায় তাঁরা ক্যাপিটাল বিল্ডিংএ পৌঁছন। ১০:০৬ মিনিটে আসে পৌঁছলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ ও প্রাক্তন ফার্স্ট লেডি লোরা বুশ। রাত ১০:১০ মিনিটে পৌঁছলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ১০:১৫ মিনিটে অনুষ্ঠানে হাজির হন বিভিন্ন দেশের ধনকুবেররা – এলোন মাস্ক, সুন্দর পিচাই, মার্ক জুকারবার্গ, জেফ বেজস। ১০:২৬ মিনিটে প্রেসিডেন্ট পদের বলে ক্ষমার শংসাপত্র দেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। ১০:৩০ মিনিটে ট্রাম্পের শপথ গ্রহণের প্রাক্কালে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ওয়াশিংটন ডিসিতে হাজির হন এক যুবক।

১০:৩২ মিনিটে অনুষ্ঠানের মূল আকর্ষণ অর্থাৎ দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ক্যাপিটাল বিলিডংএ উপস্থিত হন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এরপর ১০:৩৯ মিনিটে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন জেডি ভান্স। ১০:৪৮ মিনিটে শপথ নিয়েই ‘সোনার আমেরিকা’ গড়ার ডাক দেন ট্রাম্প। উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকাকে আরও অক্তিশালী করার চেষ্টা করব। এখন থেকে আমেরিকার সোনালী যুগের সূচনা হল। এবার থেকে বেআইনি কাজকর্মের দিন শেষ। আমাদের সীমান্তের সুরক্ষা আরও জোরদার করতে হবে।’

১০:৪৯ মিনিটে ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ১০:৫০ মিনিটে প্রত্ন বাইডেন প্রশাসনকে আক্রমণ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করব আমরাই। আগের থেকে আরও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ প্রকাশ করব। এখন থেকে নতুন যুগের সূচনা হবে।’