টি-২০ ম্যাচের আগে দলের শুভ কামনায় কোথায় গেলেন কোচ গৌতম গম্ভীর?

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : ভারতীয় ক্রিকেট টিমের সময় একদম ভালো যাচ্ছে না। তাই দুঃসময় কাটাতে মা কালীর দ্বারস্থ হলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচের আগে ক্রিকেট টিমের হেড কোচ গৌতম গম্ভীর দলের শুভ কামনায় কালীঘাটে মায়ের কাছে পুজো দিলেন। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিলেন তিনি। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ভারতীয় দলের প্র্যাকটিস ছিল তার আগেই তিনি কালীঘাট মন্দিরে পৌঁছে যান, সঙ্গে ছিলেন কয়েকজন সাপোর্ট স্টাফ।

উল্লেখ্য, বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলতে নামবেন ইন্ডিয়া। এই মুহূর্তে ভালো সময় যাচ্ছে না ইন্ডিয়ার। একের পর এক হারে বিধ্বস্ত টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিসিসিআই অনেক নিয়ম জারি করেছে। এই নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের জন্য এই ম্যাচ তেমন গুরুপত্বপূর্ণ না হলেও গৌতম গম্ভীরের কাছে এই ম্যাচটি যথেষ্ট গুরুপত্বপূর্ণ। ইডেন থেকে জয়ী হয়ে ফিরতে মরিয়া গম্ভীর। তাই ম্যাচের আগের দিন পৌঁছে যান কালীঘাটে মায়ের আশীর্বাদ নিতে।

গৌতম গম্ভীর বিশ্বাস করেন, ইডেন গার্ডেন্স থেকে তিনি অনেক সাফল্য পেয়েছেন যেমন – আইপিএলে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর মেন্টর হিসেবেও ট্রফি যেতেন তারপর মেন্টর হিসেবেও চ্যাম্পিয়ন হন। বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ৬ মাস হয়েছে তিনি হেড কোচের দায়িত্ব পেয়েছেন। কিন্তু এরমধ্যে বাংলাদেশ সিরিজ ছাড়া আর কোনো সাফল্য পায়নি ইন্ডিয়া। গম্ভীরের নেতৃত্বে একের পর এক ব্যর্থতা জুটেছে সেই নিয়ে ক্রিকেট পন্ডিতদের নিশানায় গম্ভীর। সূত্রের খবর, চ্যাম্পিয়ন ট্রফিতে টিমের পারফরম্যান্স ভালো না হলে ছেটে ফেলা হতে পারে গৌতম গম্ভীরকে। সেকারণেই দলের ভাগ্যবদলের আপ্রাণ চেষ্টায় গৌতম।

মঙ্গলবার গৌতম কালীঘাটে পৌঁছন আর সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গৌতম গম্ভীর হাত জোর করে, চোখ বন্ধ করে,মনোযোগ দিয়ে মায়ের আরাধনা করছেন। এরপর মায়ের মূর্তি ছুঁয়ে প্রণাম করেন। তারপর তিনি আরতি করেন। প্রনামীও দেন। সঙ্গে ছিলেন কয়েকজন সাপোর্ট স্টাফ। এখন দেখার বিষয় গৌতমের নেতৃত্বে কি ভাগ্য বদলাবে ভারতীয়প দলের।