নিজস্ব প্রতিনিধি: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের আমেজ কমেছে। দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়ে হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেশি। দিনের তাপমাত্রা ২৪.২ ডিগ্রি থেকে বেড়ে ২৬.৭ ডিগ্রিতে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ভোর এবং রাতে হালকা শীতের আমেজ থাকবে। তবে শনি ও রবিবার শীতের অনুভূতি কার্যত মিলিয়ে যাবে। সোমবার থেকে উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। এরপর ২৬ জানুয়ারি রবিবার রাত থেকে পারদ ফের কমতে শুরু করবে। সেই সময় তাপমাত্রা স্বাভাবিকের ঘরে ফিরে আসার সম্ভাবনা থাকলেও মরশুমের জাঁকিয়ে শীত আর ফিরছে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরস্বতী পুজোর পর ধাপে ধাপে শীত বিদায় নেবে।
উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ বুধবার উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা পড়ায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শনিবার পর্যন্ত এই ঊর্ধ্বমুখী প্রবণতা চলবে। তবে ২৬ জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া পুনরায় প্রবাহিত হওয়ায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে আবার স্বাভাবিকের ঘরে নেমে আসবে। দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষত উপকূলবর্তী ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয়টি জেলায় কুয়াশার দাপট বেশি দেখা যাবে। ২৩ জানুয়ারি ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া উল্লেখযোগ্য। কাল বৃহস্পতিবারও এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় রাতের তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেশি। দিনের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকছে। শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকলেও রবিবার রাতের পর থেকে ফের পারদ পতন শুরু হবে। সরস্বতী পুজো পর্যন্ত রাত ও ভোরে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। তারপর ধীরে ধীরে শীতের বিদায় হবে।