মহিলার মুণ্ডহীন দেহের কারণ খুঁজে বের করতে তৎপর এখন পুলিশ

অপরাধ আইন জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুরে আবারও উদ্ধার হল বস্তাবন্দি এক মহিলার মুণ্ডহীন দেহ। গত তিন মাসের মধ্যে এই নিয়ে দু’টি একই ধরণের ঘটনা ঘটল। এসব ঘটনার পিছনে নিছক হত্যাকাণ্ড নাকি তন্ত্র সাধনার মতো কোন গোপন রহস্য লুকিয়ে আছে কিনা, তা নিয়ে গভীরভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। মুণ্ডের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।

গত রবিবার, ১৯ জানুয়ারি ময়নার রায়চক সংলগ্ন চন্ডীয়া নদী থেকে উদ্ধার করা হয় বস্তাবন্দি অবস্থায় একটি মুণ্ডহীন মৃতদেহ। দেহটি ছিল এক মহিলার। পচন ধরার কারণে দেহটি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করার পর বস্তাবন্দি করে দেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কেউ ওই মহিলার পরিচয় জানতে পারেনি।

তিনমাস আগেও রামনগর থানা এলাকায় ঠিক একই ধরণের ঘটনা ঘটেছিল। সেখানেও উদ্ধার হয় এক মহিলার মুণ্ডহীন মৃতদেহ। দুই ঘটনার মধ্যে এক অদ্ভুত মিল লক্ষ্য করেছে পুলিশ। দেহ থেকে মুণ্ডচ্ছেদের পদ্ধতি দেখে তদন্তকারীদের সন্দেহ, এইসব খুনের সঙ্গে কোন তন্ত্র সাধনার যোগ থাকতে পারে। এছাড়া, চন্ডীয়া নদীর মতো ওড়িশা সংলগ্ন এলাকায় এমন দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের সন্দেহ, এই খুন ওড়িশায় ঘটিয়ে দেহ পশ্চিমবঙ্গের সীমানায় ফেলে দেওয়া হয়েছে।

দুটি ঘটনারই এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি। মহিলাদের পরিচয় উদঘাটন এবং ঘটনার নেপথ্যে থাকা কারণ খুঁজে বের করতে তৎপর এখন পুলিশ।