Film Festival: ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতা পেজ 3

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে পঞ্চম ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (Film Festival)। এই ফেস্টিভ্যাল চলবে ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। অফলাইনে দুটি জায়গায় ও অনলাইনে অনুষ্ঠানের ছবি দেখানো হবে। ২১ ও ২২ জানুয়ারি বারাসত আডামাস বিশ্ববিদ্যালয় ও ২৪ থেকে ২৬ জানুয়ারি রোটারি সদনে অনেকগুলি শর্ট ফিল্ম দেখানো হবে। পাশাপাশি ডকুমেন্টরি, মিউজিক ভিডিও দেখানো হবে। এই উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইকেএসএফএফ – এর অধিকর্তা শাশ্বতী গুহ চক্রবর্তী , প্রযোজক অনিমেশ গঙ্গোপাধ্যায়, পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পুনর্বসু চৌধুরী সহ বেশ কয়েকজন চিত্র পরিচালক।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

বিগত বছরগুলোর মত এবছরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পরিবেশ নিয়ে তৈরি বেশ কিছু শর্ট ফিল্ম দেখানো হবে। পাশাপাশি ডকুমেন্টরিও দেখানো হবে বলে জানিয়েছেন ফেস্টিভ্যালের (Film Festival) অধিকর্তা শাশ্বতী গুহ চক্রবর্তী। অনুষ্ঠানের হোস্ট তথা প্রযোজক অনিমেশ গঙ্গোপাধ্যায় জানান, ‘এই ধরনের ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ খুশি। কমার্শিয়াল ছবির পাশাপাশি এখনকার দিনে শর্ট ফিল্মের গুরুত্ব অনেক বেড়ে গেছে। মানুষ এখন অল্প সময়ের মধ্যে ভালো কিছু দেখতে চান। সেই কারণে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল গুরুত্ব অপরিসীম।’

উল্লেখ্য, সুইজারল্যান্ড, ঘানা, তাইওয়ান, নরওয়ে, চীন ও ভারতের মধ্যে থেকে বাছাই করে মোট ২০০টি ছবি দেখানো হবে এই শর্ট ফিল্ম ফেস্টিভালে। এরমধ্যে ১০০টি ছবি মনোনীত। মোট ৩০টি পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক, জাতীয় ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নির্মাতা, কলাকুশলী ও বিশিষ্ট ব্যক্তিরা। ছোটদের ছবির পাশাপাশি থাকবে এলজিবিটিকিউ ফিল্ম, মহিলা চরিত্র নির্ভর ছবি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নির্ভর ছবি। অনলাইন ও অফলাইন দুই ধরণের স্ক্রিনের ব্যবস্থা থাকছে। www.efilmzone.com এই ওয়েবসাইটের মাধ্যমে ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন সিনেমাপ্রেমী দর্শকেরা।