নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পঞ্চায়েতের সামনেই সরকারি জমিতে কাটাছেঁড়া! নাকের ডগায় রমরমিয়ে বেআইনি কাজ, তবু নেই ভ্রুক্ষেপ। কেটে ফেলা হচ্ছে সরকারি জমির উপর গজিয়ে ওঠা একের পর এক বড় গাছ। এদিকে কিছুই জানেন না পঞ্চায়েত প্রধান এমনই দাবি তাঁর। শেষমেষ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর।
ঘটনাটি ডোমজুড়ের রুদ্রপুরের, যেখানে পঞ্চায়েত প্রধানের অজান্তে পঞ্চায়েতের সামনে কাটা হচ্ছে গাছ। গত কয়েকদিন ধরে ডোমজুড়ের রুদ্রপুরে আচমকাই কেটে ফেলা সরকারি জমির উপর বড় বড় গাছ। জাবদাপোতা থেকে ছোট খসমোরা প্রায় তিন কিলোমিটার সরকারি রাস্তার দুপাশে রুদ্রপুর পঞ্চায়েতের পক্ষ থেকে বসানো হয়েছিল শিরিষ, কদম, বট সহ অন্যান্য গাছ। হঠাৎ করে কাটা হচ্ছে সেগুলোকেই।
এলাকায় বেশ কিছু গাছ বাঁধের ধারে রাস্তার দুপাশে বসানো হয় এককালীন। বাঁধের দুই পাশের জমি শক্ত রাখতে বসানো হয় গাছগুলিকে। তবে কয়েক দিন ধরে এলাকায় বেশ কিছু দুষ্কৃতী একের পর এক গাছ কেটে বিক্রি করছে বলে অভিযোগ। প্রশ্ন একটাই কারা করছে এ কাজ? পঞ্চায়েতের সামনে অথচ টের পাচ্ছেন না কেউ?
গোটা এলাকায় কমপক্ষে একশোর বেশি বড় গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। পঞ্চায়েতের মদতে এই কাজ হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের আরও অভিযোগ পঞ্চায়েতের সকলেই এই কথা জানেন। এমনকি পঞ্চায়েতের মধ্যতেই এই কাজ হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
তবে পঞ্চায়েত প্রধানের দাবি কারা গাছ কেটে নিয়ে গেছে সে ব্যাপারে কিছু জানেন না। প্রয়োজনে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন সে কথা জানিয়েছেন তিনি। পঞ্চায়েত প্রধান জানান এখনো পর্যন্ত এ বিষয়ে তিনি অবগত নন।