Higher Secondary: মেটাল ডিটেক্টর উচ্চ-মাধ্যমিক পরীক্ষায়

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:- উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় টুকলি এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় সিদ্ধান্ত নিল উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবার রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে রাখা হবে মেটাল ডিটেক্টর। আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা, আর এই পরীক্ষাকে কেন্দ্র করেই কাউন্সিলের পক্ষ থেকে এই কড়া পদক্ষেপ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এরই মধ্যে বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরীক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা সেরেছেন সংসদের প্রতিনিধিরা। সেই বৈঠকেই জানানো হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। প্রশ্নপত্র ফাঁস বা কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার সময় প্রশ্নপত্রের ছবি তুলে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার একাধিক অভিযোগ উঠে এসেছে। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের প্রবণতাও লক্ষ্য করা গিয়েছে। এতদিন শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর ব্যবস্থা থাকলেও এবার রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের খবর, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। তবে এই তল্লাশির দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলের শিক্ষাকর্মীরা পালন করবেন নাকি কোনও পৃথক এজেন্সির মাধ্যমে এটি পরিচালিত হবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার জন্য শিক্ষা সংসদ আরও নানা পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে। এইবার সমস্ত নজর থাকবে নতুন নিয়ম কতটা কার্যকর হয়, সেইদিকে।