নিউজ পোল ব্যুরো: ভাড়া নিয়ে গণ্ডগোলের জের। আর তাতেই খুন? ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। অভিযোগ ভাড়া নিয়ে বচসার জেরে টোটো চালককে হাঁসুয়া দিয়ে খুনের অভিযোগ উঠেছে দুই যাত্রীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজবাজারে।
পুলিশ সূত্রে খবর, মৃত টোটো চালক কাজল ঘোষ। মঙ্গলবার রাতে কাজল ঘোষ টোটো নিয়ে বেলবাড়ি ঘাট শ্মশানে ভাড়া নিয়ে যান। যাত্রীরা নামার পর টোটোর ভাড়া চাওয়ায় মদ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডলের সঙ্গে হাতাহাতি শুরু হয়। অভিযোগ সেই সময় ওই দুজনে টোটো চালককে হাঁসুয়া দিয়ে কোপ মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন টোটো চালক কাজল ঘোষ। ।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় টোটো চালকের। এই ঘটনায় শ্যামল মন্ডল, বিমল মন্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।