মহিলাকে কুপিয়ে খুন

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগে চাপা উত্তেজনা জয়নগরের বকুলতলা থানা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে মায়াহউরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে পুলিশকে খবর দেয়। পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার মুখের এক দিক থেতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। জখম জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান এলাকার লোকজন।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরনেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ জানিয়েছে মৃতার পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। কে কিভাবে মহিলাকে ওই জায়গায় এনে কোপালো তাও খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।