নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এনআইএ-র চার্জশিটে অভিযুক্ত আবু সামাদের নাম ছিল। তাঁর বিরুদ্ধে আইপিসির একাধিক ধারা এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইনে অভিযোগ আনা হয়েছিল। ৩ বছর ৯ মাস জেলে থাকার যুক্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেন আবু সামাদ। তবে এনআইএ-র আইনজীবী অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে জানান, অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনে চার্জ করা হয়েছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মানবজাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ভয়াবহ অপরাধ। বিচারপতি জানিয়ে দেন, অভিযুক্তের বিরুদ্ধে এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইনে অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যদণ্ড পর্যন্ত হতে পারে। তাঁর বিরুদ্ধে যে ধারাগুলিতে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর। তাই দীর্ঘদিন সংশোধনাগারে থাকার যুক্তিতে জামিন হতে পারে না। কারণ, বিচার প্রক্রিয়াতেও দীর্ঘসূত্রিতা ছিল না।
নিমতিতা রেল স্টেশনের বিস্ফোরণের ঘটনায় আহত হন ২২ জন। আহত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। এই মামলায় ২০২১ সালে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ।