Murshidabad: নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণ

অপরাধ আইন কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- মুর্শিদাবাদের (Murshidabad) নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এনআইএ-র চার্জশিটে অভিযুক্ত আবু সামাদের নাম ছিল। তাঁর বিরুদ্ধে আইপিসির একাধিক ধারা এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইনে অভিযোগ আনা হয়েছিল। ৩ বছর ৯ মাস জেলে থাকার যুক্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেন আবু সামাদ। তবে এনআইএ-র আইনজীবী অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে জানান, অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনে চার্জ করা হয়েছে।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মানবজাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ভয়াবহ অপরাধ। বিচারপতি জানিয়ে দেন, অভিযুক্তের বিরুদ্ধে এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইনে অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যদণ্ড পর্যন্ত হতে পারে। তাঁর বিরুদ্ধে যে ধারাগুলিতে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর। তাই দীর্ঘদিন সংশোধনাগারে থাকার যুক্তিতে জামিন হতে পারে না। কারণ, বিচার প্রক্রিয়াতেও দীর্ঘসূত্রিতা ছিল না।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

মুর্শিদাবাদের (Murshidabad) নিমতিতা রেল স্টেশনের বিস্ফোরণের ঘটনায় আহত হন ২২ জন। আহত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। এই মামলায় ২০২১ সালে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ।

উল্লেখ্য, বোমা বিস্ফোরণে জাকির হোসেনের হাতের একটি আঙুল উড়ে যায়। পায়ে মারাত্মক ক্ষত তৈরি হয় তাঁর। সোমবার নিমতিতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ছাদের ওপর পাওয়া যায় হাতের আঙুলের টুকরো। এদিকে, এই ঘটনায় জোরাল হচ্ছে আইইডি তত্ত্ব। একইসঙ্গে এই ঘটনায় ইতিমধ্যেই তরজায় রেল-রাজ্য। রাজ্যের তরফে স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্টেশনে আলো না থাকার কথাও বলা হয়েছে। রেল ইতিমধ্যেই তদন্তকারীদের জানিয়েছে, স্টেশনে অন্ধকার ছিল না। ২ নম্বর প্ল্যাটফর্মের বিস্ফোরণেই আলো নেভে।

সিসিটিভি কিংবা আরপিএফ নজরদারিও ছিল পর্যাপ্ত। ঘটনাস্থলের পাশে রেল লাইন থেকে শুক্রবার সকালে লোহার কনটেনারের টুকরো, ক্যাপাসিটার, বাইকের ব্যাটারির অংশ উদ্ধার করে সিআইডি। মূলত এগুলি আইইডি বিস্ফোরণেই ব্যবহার করা হয় বলে সিআইডি সূত্রে খবর। তা হলে কী বড় কোনও পরিকল্পনাতেই এই হামলা, উঠছে প্রশ্ন।