নিউজ পোল বিনোদন ব্যুরো : বলিউডে দিনের পর দিন আতঙ্ক বেড়েই চলেছে। কিছুদিন আগেই হামলার মুখে পড়েছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতা সইফ আলি খান। নিজের বাড়িতেই হামলা হয়েছিল তাঁর ওপর। এবার পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন কৌতুকশিল্পী কপিল শর্মা। ইমেলের মাধ্যমে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। শুধুমাত্র কপিল শর্মাকে নয় অভিনেতা রাজপাল যাদবকে ও নৃত্য পরিচালক রেমো ডিসুজাকেও একই ভাবে হুমকি দেওয়া হয়েছে। এরফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টিনসেল টাউনে।
হুমকির বার্তা আসতেই মুম্বই পুলিশের দ্বারস্থ হন কপিল শর্মা, রাজপাল যাদব ও রেমো ডিসুজা। তাঁদের কাছ থেকে অভিযোগ পেয়ে এরমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। অভিনেতা রাজপাল যাদবের স্ত্রী সুগন্ধা মিশ্র্রের অভিযোগের ভিত্তিতে আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১ নং ধারার অধীনে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি মুম্বই পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তি নিজেকে বিষ্ণু নাম পরিচয় দিয়ে এই হুকির বার্তা পাঠানো হয় বলে সূত্রের খবর। বার্তাতে বলা হয়েছে, ‘এটা কোনো পাবলিক স্টান্ট নয় বা কোনোভাবেও আপনাদের হয়রানি করার চেষ্টাও নয়। কিন্তু কেউ এই বার্তাটি হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের ওপর নজর রাখছি। এই হুমকি বার্তা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে না।’
ইমেল পাওয়ার ৮ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার কথাও বলা হয়। এটাও বলা হয় যদি এরমধ্যে উত্তর না আসে তাহলে আমরা ধরেই নেব আপনারা বিষয়টি হালকাভাবে নিয়েছেন। গত অক্টোবরে রাজপাল যাদবের বান্দ্রার বাড়ির সামনেই লরেন্স বিষ্ণই গ্যাং-এর হাতে খুন হন সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকী। এরআগে খুনের হুমকি পেয়েছেন ‘ভাইজান’ সালমান খান ও ‘বাদশা’ শাহরুখ খান। পাশাপাশি কিছুদিন আগে বাড়ির মধ্যেই আততায়ীর হাতে চুরির হামলায় গুরুতর জখম হন সইফ আলি খান। তাঁকে ৬ বার চুরির কোপ মারা হয়। এরফলে বলিউডে সর্বদা আতঙ্ক সৃষ্টি হয়েছে আর তার সঙ্গে তাঁদের কাজের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে।