নেট সার্চিংয়ে সাবধান ! হতে পারে জেল, জরিমানা

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: প্রতিদিন কোটি কোটি মানুষ গুগলে বিভিন্ন বিষয় সার্চ করেন। কোন তথ্য খোঁজা থেকে শুরু করে গবেষণার জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু সংগ্রহ—সবকিছুতেই গুগল আমাদের কাছে অন্যতম প্রধান মাধ্যম। এক ক্লিকেই হাতের মুঠোয় চলে আসে যে কোন তথ্য। তবে জানেন কি, কিছু বিষয় গুগলে সার্চ করা আপনার জন্য ভয়াবহ হতে পারে? এমনকী, এই বিষয়গুলো সার্চ করলে জেল বা জরিমানার মতো শাস্তিও হতে পারে। তাহলে, কী কী বিষয় কখনওই গুগলে সার্চ করবেন না? জেনে নিন এবং এই ভুলগুলো এড়িয়ে চলুন।

কখনও ভুলেও গুগলে “কীভাবে বোমা তৈরি করা যায়” সার্চ করবেন না। এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এমনকি এই ধরণের সার্চ প্রশাসনের নজরে এলে আপনাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হতে পারে। বোমা তৈরির চেষ্টার প্রমাণ পেলে আপনার জেল পর্যন্ত হতে পারে। শিশুদের পর্নোগ্রাফিতে ব্যবহারের মতো অপরাধ অত্যন্ত জঘন্য। এটি আইনত সম্পূর্ণ নিষিদ্ধ এবং কঠোর শাস্তির আওতাভুক্ত। যদি কেউ গুগলে এই ধরনের বিষয়বস্তু সার্চ করেন, তা হলে তাঁকে ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড সহ কঠোর শাস্তি ভোগ করতে হতে পারে। গুগলে হ্যাকিং শেখার টিউটোরিয়াল বা হ্যাকিং সফটওয়্যার সার্চ করাও অপরাধ হিসেবে বিবেচিত। কেউ যদি এই ধরণের তথ্য অনুসন্ধান করেন বা সফটওয়্যার ব্যবহার করেন, তবে প্রশাসনের নজরে পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি কারাদণ্ডের শাস্তিও পেতে হতে পারে। অনেকেই বিনামূল্যে মুভি দেখার জন্য পাইরেটেড ওয়েবসাইট বা সিনেমা খোঁজেন। কিন্তু এই ধরনের কার্যকলাপ আইনত দণ্ডনীয়। পাইরেটেড মুভি দেখা বা ডাউনলোড করা ধরা পড়লে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

গুগলে কোন কিছু সার্চ করার আগে অবশ্যই ভেবে নিন। অসচেতনভাবে কোনও বিষয় সার্চ করায় হয়তো পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তাই তথ্য খোঁজার সময় সবসময় সতর্কতা অবলম্বন করুন এবং কোনও বেআইনি বা সন্দেহজনক বিষয় এড়িয়ে চলুন। নিরাপদ ইন্টারনেট ব্যবহার করুন এবং আইন মেনে চলুন।