নিজস্ব প্রতিনিধি, হুগলি: বৃহস্পতিবার ভোরে কুয়াশার জেরে দৃশ্যমানতা এতটাই কম যে চুঁচুড়া-নৈহাটি ফেরিঘাট ও বড়মা লঞ্চ সার্ভিস বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন ভোর পাঁচটায় চুঁচুড়া থেকে প্রথম লঞ্চ ছাড়লেও আজ বুধবার সাড়ে আটটা পেরিয়ে গেলেও লঞ্চ চলাচল শুরু করা যায়নি। ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে গঙ্গার ওপর কোন কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এমনকি জেটিও অস্পষ্ট। এর ফলে ঝুঁকি এড়াতে সম্পূর্ণ লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় প্রতিদিনের যাত্রীদের মধ্যে তীব্র ভোগান্তি দেখা দিয়েছে। বহু যাত্রী অপেক্ষা করতে করতে শেষে হুগলি ঘাট কিংবা ব্যান্ডেল স্টেশনের দিকে রওনা হয়েছেন বিকল্প ট্রেন পরিষেবার জন্য। চুঁচুড়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী নৈহাটি যাতায়াত করেন, নৈহাটি থেকেও সমসংখ্যক যাত্রী চুঁচুড়ায় আসেন। সকালবেলা লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় তাঁদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গিয়েছে। তবে চুঁচুড়ার তামলিপাড়া ঘাটে ফেরি পরিষেবা চালু রয়েছে। ঘাট কর্তৃপক্ষের মতে, যাত্রীরা যেতে চাইছেন বলে কিছুটা ঝুঁকি নিয়েই পরিষেবা চালু রাখা হয়েছে। তামলিপাড়া থেকে গরিফা ঘাটের দূরত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় এই রুটে পরিষেবা বজায় রাখা সম্ভব হয়েছে। যাত্রীরা কুয়াশা কাটার অপেক্ষায় দিন গুনছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই লঞ্চ পরিষেবা পুনরায় চালু করা হবে।