নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি (ED)। কল সেন্টারের নাম করে প্রতারণার ফাঁদ ধরতেই অভিযান তদন্তকারী সংস্থার।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

আন্তর্জাতিক কল সেন্টারের নাম করে ফাঁসানো হচ্ছে সাধারণ মানুষকে। সেই ফাঁদ ধরতেই বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালালো ইডি (ED)। হাওড়া (Howrah) ডোমজুড়ে সরদারপাড়া এলাকার এক বহুতলে ব্যবসায়ীর বাড়িতে চললো তল্লাশি।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

কম্পিউটারে সফটওয়্যার ইন্সটল করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আজ দশ জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। এছাড়াও কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এরইমধ্যে অভিযোগের ভিত্তিতে কলকাতার আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তির মেটিয়াবুরুজে ড্রামের দোকান রয়েছে। সকালে কেন্দ্রীয় বাহিনী CRPF কে সঙ্গে নিয়ে ED হানা তে প্রথমে অবাক হন বাসিন্দারা পরে বুঝতে পারেন বিষয়টি। স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি তেমন ভাবে মেলামেশা করতেন না এলাকার বাসিন্দাদের সঙ্গে। এখনো পর্যন্ত চলছে তল্লাশি।
https://www.youtube.com/@newspolebangla
একইসময়ে এদিন উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে ম্য়াগনাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের অফিসেও হানা দেয় ইডি। শুক্রবার দক্ষিণ কলকাতার বিজয়গড়ের বাসিন্দা ও চিংড়ির রফতানির ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে অভিযান চালায় ইডির তিন সদস্যের টিম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি। চিংড়ির আমদানি রফতানির ব্যবসা। বিজয়গড়ের বাসিন্দা। অরূপ সোম। এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত। আগে রেলে পরিচিত হবে স্থানীয়দের দাবি। চাকরি ছেড়ে ব্যবসায় যোগ দেন।