অধ্যাবসায়ই সফলতার চাবিকাঠি

দেশ

নিউজ পোল ব্যুরো: এটা শুধু গল্প নয়, এক জীবন্ত প্রমান যে জীবন কখনই থেমে থাকে না, শুধু সাহস এবং অধ্যাবসা দিয়ে যেকোন কিছুকে জয় করা সম্ভব। গজে সিংহ, যিনি ছোটবেলায় রেলস্টেশনে বসে যাত্রীদের জুতো পালিশ করে সংসার চালাতেন, আজ তিনি রেলের অফিসার হিসেবে সেই একই স্টেশনে ফিরে এসেছেন, যেই স্টেশনেই শুরু হয়েছিল তাঁর সংগ্রাম ।

রাজস্থানের এক ছোট গ্রামে গজে সিংহের জন্ম। একটি অভাবী পরিবারে তাঁর শৈশব কেটেছে, যেখানে মা- বাবা এবং আট ভাই- বোনের সঙ্গে সংসার চালাতে গিয়ে তাঁকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। গজে ছিলেন পরিবারের মেজো সন্তান। একদিকে পড়াশোনা, আর অন্যদিকে সংসারের খরচ, ভাই- বোনেদের পড়াশোনা- সব কিছু সামলানোর জন্য তাঁকে ছোট বয়েসেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। আর এই কারণেই গজে হাতে তুলে নিয়েছিলেন জুতো পালিশ করার ব্রাশ আর ক্রিম। স্কুল থেকে ফিরে তিনি চলে যেতেন বেওয়ার স্টেশনে, সেখানে যাত্রীদের জুতো পালিশ করতেন। সেই সময় তাঁর আয় হত খুবই কম, তবে পরিবার চালানোর জন্য তা যথেষ্ট ছিল না। তাই জুতো পালিশের পাশাপাশি তিনি শুরু করেন বিয়ের অনুষ্ঠানে ব্যান্ড বাজানোর কাজ। কখনও ৫০ টাকা, কখনও এর চেয়েও আরও কম আয় হত। তবে তিনি এরই মধ্যে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

গজের বাবা চালাতেন অন্যের অটো। কিন্তু গজে নিজের পড়াশোনা নিয়েই ভাবতেন। অবশেষে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বিএড করেন। তবে জীবনের নতুন মোড় আসে কলেজের সময়। কলেজের এক অধ্যাপক পারস কুমারের সহযোগিতায় তিনি বিএড শেষ করেন। এরপর তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হন। তবে হাল ছাড়েননি তিনি। ২৫ বার ব্যর্থ হওয়ার পর তিনি রেলের পরীক্ষায় পাশ করেন। গজে সিংহের রেলযাত্রা শুরু হয় বিকানে, আর তারপর তাঁকে বেওয়ার স্টেশনের ম্যানেজারের পদে নিয়োগ করা হয়। আর ৩৫ বছর পর, যেখানে এক সময় তিনি যাত্রীদের জুতো পালিশ করতেন, আজ সেই বেওয়ার স্টেশনে রেল অফিসার হিসেবে ফিরে আসেন গজে সিংহ।

এই কাহিনী শুধু একটি মানুষের সংগ্রাম নয়, এটি একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করার অদম্য সাহস এবং দৃঢ় মানসিকতার প্রতীক। গজে সিংহের জীবন আমাদের শেখায়, কখনই হার মানা উচিত নয়, এবং অধ্যাবসায়ই শেষ পর্যন্ত সফলতার চাবিকাঠি।