গৌতম আদানির ছেলের বিয়ে, পাত্রী কে?

দেশ

নিউজ পোল ব্যুরো : যে স্টেডিয়ামে বিরাট কোহলি-রোহিত শর্মা ক্রিকেট খেলেছেন এবার সেই মোতেরা স্টেডিয়ামে ভাড়া করেই ছেলের বিয়ে দেবেন শিল্পপতি গৌতম আদানি। গতবছর ছিল আম্বানির ছেলের বিয়ে আর এবছর দেশ দেখবে গৌতম আদানির ছেলে জিৎ আদানির বিয়ে। আগামী ৭ ফেব্রুয়ারী আদানীপুত্রের বিয়ে সুরাটের হিরে ব্যবসায়ীর কন্যার সঙ্গে। শোনা যাচ্ছিল আম্বানিকে টেক্কা দিতে ছেলের বিয়ে দেবেন। যেখানে পৃথিবীর ৫৮টি দেশ থেকে আলাদা আলাদা রাঁধুনি আসছে রান্না করার জন্য। ট্রাভিস স্কট, হানি সিংয়ের মতো দেশি-বিদেশি তারকারা আসতে চলেছেন এই বিয়েতে। পাশাপাশি রোলস রয়েস থেকে ফেরারি, ল্যাম্বরগিনি থেকে বিএমডব্লিউ মতো ১০০০ টি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রিতদের পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং আদানি।

সম্প্রতি আদানি ছেলে জিৎকে নিয়ে পৌঁছে যান মহাকুম্ভে। সেখানেই তাঁর ছেলের বিরুদ্ধে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারী আমার ছেলের বিয়ে। আমরা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি। তাই আমাদের ছেলের বিয়ে হবে অত্যন্ত সাধারণ ভাবেই। বিয়ের অনুষ্ঠানে কোনো সেলিব্রিটিরা উপস্থিত থাকছেন না। কেবলমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।’ সূত্রের খবর, সুরাটের হিরে ব্যবসায়ী জয়মিন শাহের কন্যা ডিভা শাহের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন আদানিপুত্র। ২০২৩ সালের মার্চে তাঁরা বাগদান সারেন। আর এবছরের ৭ ফেব্রুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। গোটা বলিউড তো বটেই এমনকি পশ্চিমি বিনোদন দুনিয়ার অনেকেই উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবেই আদানির ছেলের বিয়ে ঘিরে তেমনই প্রত্যাশা তৈরী হচ্ছিল। কিন্তু সেই জল্পনার যবনিকা নামিয়ে দিলেন খোদ গৌতম আদানি।

তবে ছেলের বিয়ের মাঝেও ঘুষ কান্ডে জড়িত আদানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, যদি সাধারণ মানুষকে ছোট ছোট অপরাধের জন্য জেল খাটতে হয়, তবে ২৬৫ মিলিয়ন দলের ঘুষ দেওয়া এনং বিভিন্ন ফ্রট স্কিমের সূচনা করার জন্য গৌতম আদানিরও জেল হাওয়া উচিত। এবার দেখার ছেলের বিয়ের আগেই আদানি সাহেবকে জেলের ঘানি টানতে হয় নাকি এবারও তিনি নিজের প্রভাব খাটিয়ে সেই কেস থেকে বেরিয়ে আসেন।