‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির লঞ্চ ‘বিনোদিনী থিয়েটারে’

বিনোদন সংস্কৃতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘থিয়েটার যে আমাকে মানুষ করে দেয় রাজাবাবু’… এই একটা সংলাপেই স্পষ্ট হয়ে ওঠে নটী বিনোদিনীর নিদারুণ যন্ত্রণার কথা। বিনোদিনী দাসী থেকে তিনি হয়ে উঠেছিলেন নটী বিনোদিনী। এই উত্তরণের পথ খুব একটা সহজ ছিল না। সে কথা আমরা সকলেই জানি। পতিতা পল্লীতে জন্ম নিলেও নিষ্ঠা, একাগ্রতা এবং অভিনয়ের প্রতি গভীর ভালোবাসায় বিনোদিনী হয়ে উঠেছিলেন রঙ্গমঞ্চের কিংবদন্তি শিল্পী।

রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে নটী বিনোদিনী দাসীর আধ্যাত্মিক যোগ ছিল। দিনটি ছিল ২১সেপ্টেম্বর ১৮৮৪ সাল।থিয়েটার দেখতে যাওয়ার পরিকল্পনা করছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু তাঁর সামনে বসে থাকা ভক্তমণ্ডলীর সকলেই যে ঠাকুরের সেই ইচ্ছাকে সেদিন মেনে নিতে পারছিলেন তা নয়। ‘চৈতন্যলীলা’ দেখতে গিয়ে মুগ্ধ হয়েছিলেন ঠাকুর। মূল চরিত্রের অভিনেত্রীকে আশীর্বাদ করেছিলেন ‘চৈতন্য হোক’ বলে। সেদিনের সেই ঘটনা কার্যতই এক মৌখিক ইতিহাসের মতো মিশে রয়েছে বঙ্গজীবনের চিরকালীন অন্দরে। সেদিন মঞ্চের ‘চৈতন্য’কে রামকৃষ্ণ প্রথমে পুরুষ বলে ভুল করেছিলেন। পরে জানতে পারেন ওই অভিনয় করেছেন এক ২২ বছরের তরুণী। আমরা জানি তিনি আর কেউ নন কিংবদন্তি অভিনেত্রী নটী বিনোদিনী।

উল্লেখ্য, এই বিষয়টিকে ছবিতে ফুটিয়ে তোলার জন্য অনেক আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গত পাঁচ বছর ধরে তৈরি হয়েছে এই ছবিটি। উনিশ শতকে নটী বিনোদিনী দাসী ছিলেন বাংলা রঙ্গমঞ্চের সফল অভিনেত্রী। থিয়েটারের প্রতি নিষ্ঠা, একাগ্রতা সেইসঙ্গে পতিতাপল্লিতে থেকে সামাজিক লড়াই। একটা সময় তিনি স্বপ্ন দেখেছিলেন তাঁর নিজের নামে থিয়েটার মঞ্চের নামকরণ হবে। কিন্তু সামাজিক স্বীকৃতি ছিল না। তাই সেই সময় উত্তর কলকাতার থিয়েটার মঞ্চের নাম হয় ‘স্টার থিয়েটার’। অবশেষে সেই স্বীকৃতি মিলল। নতুন বছর থেকেই স্টার থিয়েটারের নাম বদলে হল ‘বিনোদিনী থিয়েটার’। এ যেন বিনোদিনীর স্বপ্নপূরণের গল্প।
সেইসঙ্গে নটী বিনোদিনীকে নিয়ে তৈরি ছবির প্রথম প্রদর্শন এই বিনোদিনী থিয়েটারেই। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি। নটী বিনোদিনীকে কেন্দ্র করে ছবি হলেও ছবিতে ক্লাইম্যাক্স, নাচ-গান, রোমান্সসহ গ্ল্যামারাস বাণিজ্যিক ছবির সব ধরনের উপকরণ মজুত রেখেছেন পরিচালক।

এই ছবিটিতে নিজের চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছেন রুক্মিণী। বাংলা কমার্শিয়াল ছবির পাশাপাশি নটী বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় অনেকটাই চ্যালেঞ্জের। শ্রী চৈতন্যের সাজে নাচ, ন্যাড়া মাথায় অভিনয় ছোটখাটো প্রতিটি বিষয়ে ফুটিয়ে তুলেছেন নিপুণভাবে। আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি এই ছবি মুক্তি পাবে। আগেই এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেছে।
বাংলা রঙ্গমঞ্চের সফল অভিনেত্রী ছিলেন নটী বিনোদিনী। প্রায় ১৫০ বছর আগে বাংলা থিয়েটারকে ঘিরে তাঁর উচ্চাশা, স্বপ্নভঙ্গের যন্ত্রণা, রামকৃষ্ণ পরমহংসদেব এবং গিরিশ ঘোষের সঙ্গে সান্নিধ্য সবকিছুই এসময়ের দর্শকদের কাছে ধরা দেবে এই ছবিতে।অন্যদিকে গিরিশ ঘোষের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, এছাড়া রাহুল বোস, মীরের সাবলীল অভিনয় এই ছবিতে নতুন মাত্রা যোগ করেছে।