Kolkata Airport: কুয়াশার জেরে ব্যাহত বিমান পরিষেবা

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসায় একের পর এক বিমান ওঠানামায় বিপর্যয় ঘটছে। এই পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু বিমানকে মাঝ আকাশে চক্কর দিতে বাধ্য করা হয়েছে, আবার কিছু বিমানের অবতরণ অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

কুয়াশার তীব্রতা এতটাই যে অত্যাধুনিক প্রযুক্তিগত আলো ব্যবহারের পরেও রানওয়েতে কার্যকর দৃশ্যমানতা তৈরি করা সম্ভব হচ্ছে না। রানওয়ে ভিজিবিলিটি রেঞ্জ (RVR)-এর পরিসংখ্যানও এই পরিস্থিতির জটিলতাকে তুলে ধরছে। কুয়াশার কারণে বেশ কিছু বিমানের নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব হয়নি। নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর বদলে সেগুলিকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। পাশাপাশি, যারা কলকাতা বিমানবন্দরেই অবতরণের জন্য অপেক্ষা করছিল, তাদের অনেককে মাঝ আকাশে চক্কর দিতে বাধ্য করা হয়। ভিজিবিলিটি রেঞ্জের বর্তমান পরিস্থিতি নিম্নরূপ: ০১ আরমিট: ভিজিবিলিটি মাত্র ৭৫ মিটার।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

০১ আর এন্ড: ভিজিবিলিটি তুলনামূলকভাবে ভালো, ৩০০ মিটার।
১৯ এল: ভিজিবিলিটি ৫০ মিটার।
১৯ এল মিট: ভিজিবিলিটি পৌঁছেছে মাত্র ১০০ মিটারে।
১৯ এল টাচ ডাউন মিট: এখানকার পরিস্থিতি সবচেয়ে খারাপ, ভিজিবিলিটি মাত্র ২৫ মিটার।

https://www.youtube.com/@newspolebangla

অপরদিকে, কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বিমানবন্দরের কার্যক্রম ধীর হওয়ায় সমস্ত উড়ান সময়সূচির থেকে দেরিতে চলছে। যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পাশাপাশি, ট্রেন ও ফেরি পরিষেবাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে কুয়াশা। হাওড়া থেকে ট্রেনের গতি স্লথ। ঘন কুয়াশা জেরে সকাল থেকে অদৃশ্য হাওড়া ব্রিজ। অদৃশ্য রাস্তাঘাট, ব্যহত যান চলাচল। সাদা চাদরে ঢাকা পড়েছে শহর ও মফস্বলের রাস্তাঘাটও। কুয়াশার কারণে সিগন্যাল ঠিকঠাক দেখা যাচ্ছে না। বাড়ছে দুর্ঘটনার সম্ভবনা। দুর্ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন ট্রাফিক পুলিশ। হাওড়া ব্রিজ, হাওড়ার বিভিন্ন রাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। ঘন কুয়াশার দাপটে ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।