Duare Sarkar Camps: শুরু নবম দুয়ারে সরকার

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাজ্য সরকারেরে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নবম দুয়ারে সরকার (Duare Sarkar Camps) কর্মসূচী শুক্রবার থেকে শুরু হচ্ছে । চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত চলবে শিবির।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

আজ থেকে আবার ও শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camps) । ইতি মধ্যেই মানুষের মধ্যে একটা বিরাট সাড়া ফেলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ সাথী,খাদ্য সাথী প্রত্যেক প্রকল্প গুলো তে লম্বা লাইন দেখা যাচ্ছে। আজ থেকে শুরু করে ২ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। উপস্থিত ছিলেন বোরো ৮ এর চেয়ারম্যান তথা ৯০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি চৈতালি চট্টোপাধ্যায়।

বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

আগে যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে । যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে জমা পড়া আবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনও অজুহাতে টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

https://www.youtube.com/@newspolebangla

এই শিবিরে রাজ্য সরকারের সব প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন সাধারণ মানুষ । স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্যভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড সংক্রান্ত সমস্যাও ওই শিবিরে জানানো যাবে । দুয়ারে সরকার শিবিরে যে সব আবেদন জমা পড়বে, তা 28 ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি শেষ হবে ৷