নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ফ্যাশন (Fashion) এখন নেহাতই দামি পোশাক নয়, সুন্দর জামা কাপড় বা মেকআপ নয়, যা কিছু স্বাচ্ছন্দে ক্যারি করতে পারেন তাই ফ্যাশন। ভিড়ের মধ্যে একটু কিছু আলাদা, ভিন্নরকম পোশাক দিয়ে নিজেকে সাজিয়ে তুলে সকলের নজর কাটতেই শুধু প্রয়োজন হয় বুদ্ধি বিবেচনার। এছাড়াও ফ্যাশনের (Fashion) জন্য বিশেষ প্রয়োজন সঠিক পোশাক বাছাই করার ক্ষমতা।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
শুধু একটু বুদ্ধি খরচ করলেই নিজেকে সাজিয়ে তোলা যায় অন্যরূপে। আর এই সাজানোর নেশাতেই বর্তমানে মেয়েদের পাশাপাশি সমানে আরও বেশি করে আগ্রহী হয়ে উঠছে পুরুষরাও। তাইতো পুরুষদের ফ্যাশনের কথা মাথায় রেখে চমকপ্রদ প্রদর্শনে, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত।

সৃজনশীলতা ও কারুকার্যের মেলবন্ধনে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত প্রদর্শন করলেন তার সর্বশেষ পুরুষদের পোশাকের কালেকশন। যা নিঃসন্দেহে সমসাময়িক ফ্যাশনকে পৌঁছে দিয়েছে এক অন্য মাত্রায়। যার মুগ্ধতা নজর কেড়েছে সকলের। অ্যাক্রোম্যাটিক রঙের স্কিমকে আলিঙ্গন করে যত্ন সহকারে কালো রঙের জনের সংগ্রহে রয়েছে অনন্য ব্লেজার, ওয়েস্ট কোট ও ট্রাউজার্স।
https://www.youtube.com/@newspolebangla
উল্লেখ্য এগুলি সম্পূর্ণভাবে হাতে আঁকা। যা বিশেষভাবে আধুনিক তরুণদের জন্য উপযোগী। হ্যান্ড পেইন্টিংয়ের সাথে ক্লাসিক ডিজাইনের সংমিশ্রণ করে তিনি তৈরি করেছেন এমন অপূর্ব পোশাক। আসলে তিনি এরূপ পোশাক তৈরি করার লক্ষ্য নিয়েছিলেন অনেক আগেই।

যেগুলি কেবল আড়ম্বরপূর্ণ নয় বরং একটি অনন্য শৈল্পিক বর্ণনাও বহন করবে। সেইমতই পোশাকগুলিতে সংগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সূক্ষ্মভাবে কারুকাজ করা ব্লেজার যা হাতে আঁকা মোটিফ দিয়ে সজ্জিত। যেগুলি প্রতিটিই জনের নিজস্ব নকশা ও কারুকার্যের দক্ষতার প্রমাণ। জন তার পোশাক গুলিতে ব্যবহার করে সাস্টেনেবল কাপড় ও উৎপাদন শৈলী। আজকের তরুণদের গতিশীল জীবনধারার সঙ্গে প্রতিধ্বনিত করার জন্য ডিজাইন করা কোমর কোট ও ট্রাউজার্স দ্বারা এই স্টেটমেন্টের অংশগুলি পরিপূরক।