নিউজ পোল ব্যুরো: এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে মহাকাশপ্রেমীরা। রবিবার প্রজাতন্ত্র দিবস (Republic Day)। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে শনিবার আকাশে এক বিশেষ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে- একটি ‘প্ল্যানেটরি প্যারেড’। মহাকাশপ্রেমীরা অত্যন্ত উৎসুক হয়ে আছেন এই বিরল দৃশ্য দেখতে। ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় আকাশে একে অপরকে ঘিরে থাকবে ৬ টি গ্রহ। সৌরমণ্ডলের এই ৬ সদস্যকে একসঙ্গে দেখতে পাওয়া অত্যন্ত দুর্লভ এবং এটি এক মহাজাগতিক বিরল অভিজ্ঞতা হতে চলেছে। গ্রহগুলো মঙ্গল,বৃহস্পতি,শুক্র,শনি,নেপচুন ও ইউরেনাস। এই দৃশ্যটি একসঙ্গে দেখা যাবে যা মহাকাশের অদ্ভুত এবং অপরূপ সৌন্দর্য ধারণ করবে।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
নাসা জানিয়েছে,সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর ভালোভাবে এই দৃশ্যটি দেখা যাবে। এই সময়ের মধ্যে চারটি গ্রহ মঙ্গল,বৃহস্পতি ,শুক্র, শনি খালি চোখে দেখা যাবে। অন্যদিকে নেপচুন এবং ইউরেনাসকে দেখতে হলে তাদের অবস্থান কিছুটা দূরবর্তী হওয়ায় এবং সেগুলি ক্ষুদ্র মাপের হওয়ায় টেলিস্কোপ ব্যবহার করে দেখতে হবে। পরে রাতের অন্ধকারে শুক্র ও শনি দিগন্তের নিচে নেমে গেলে আর একসঙ্গে দেখা যাবে না। বৃহস্পতি মাথার ওপর জ্বলজ্বল করবে। মঙ্গল গ্রহ যা মহাকাশের লাল লণ্ঠন নামে পরিচিত। পূর্বদিকে দৃশ্যমান হবে। এইসব গ্রহের মধ্যে শুক্র সবচেয়ে উজ্জ্বল হবে যা সকলের নজর কাড়বে। এই গ্রহগুলো একসঙ্গে দেখতে পাওয়া এক অসাধারণ মুহূর্ত,যা মহাকাশপ্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা।
https://www.youtube.com/@newspolebangla
ভারতের প্রায় প্রতিটি জায়গা থেকে এই ‘প্ল্যানেটরি প্যারেড’ দেখা যাবে। বেশিরভাগ শহরের আকাশে এই গ্রহগুলি সারি বেঁধে দেখা যাবে। সাধারণত একসঙ্গে চারটির বেশি গ্রহ দেখতে পাওয়ার সুযোগ খুব কমই আসে ,তাই এই দৃশ্যের প্রতি সবাই আগ্রহী। ১৪ জানুয়ারি নেকড়ে চাঁদ দেখার পর ১৫ জানুয়ারি পূর্ব আকাশে মঙ্গলগ্রহও খালি চোখে দেখা গিয়েছিল। তবে ২৫ জানুয়ারির এই মহাজাগতিক দৃশ্য এক অতুলনীয় মুহূর্ত।