নিউজ পোল স্পোর্টস ব্যুরো : বাঘের আক্রমণে (Tiger attack) মৃত্যু হল ভারতের জনপ্রিয় ক্রিকেটার মিন্নু মানির কাকিমার। ৪৮ বছর বয়সী ওই ক্রিকেটার কেরালার ওয়ানড়ের বাসিন্দা। গত শুক্রবার বাঘের হামলায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এই ঘটনার পর পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ওয়ানড়ে, এটি কেরালার একটি অভ্যন্তরীণ অঞ্চলে অবস্থিত। ওই এলাকাতেই বাঘের আক্রমণে নিহত হন ভারতীয় ক্রিকেটারের কাকিমা। তাঁর মৃত্যুর খবর দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন মহলের মানুষ।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরালা থেকে নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এক টুইটবার্তায় গভীর শোক জানিয়ে বলেন, ‘এই অকাল মৃত্যুর খবরে আমি অত্যন্ত দুঃখিত। আমরা সবসময় তাঁর পরিবারের সঙ্গে রয়েছি। আমাদের উচিত জীববৈচিত্র্য রক্ষার জন্য আরও সচেতনতা বৃদ্ধি করা। ভবিষতে যেন এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য সচেতন হতে হবে।’ প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা সমাজে আরও দায়িত্বশীলতা এবং সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে।’
সূত্রের খবর অনুযায়ী, ক্রিকেটার মিন্নু মানির কাকিমার নাম রাধা মানি। শুক্রবার সকালে তিনি স্থানীয় জঙ্গলে কফি সংগ্রহে গিয়েছিলেন, ঠিক সেইসময় বাঘটি তাঁর ওপর হামলে পরে (Tiger attack) । তাঁর প্রয়াণে পুরো গ্রামবাসী এবং পরিবার শোকস্তব্ধ। কেরালা সরকার রাধার মৃত্যুতে তাঁর পরিবারকে পাঁচ লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা বলেছেন। ভারতীয় ক্রিকেটার মিন্নু জানান, ‘খবরটি শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমার কাকিমার অকাল প্রয়ানে আমার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বনদফতরকে খবর দেওয়া হয়েছে। আশা করি তারা দ্রুত বাঘকে ধরতে পারে, যাতে ওই অঞ্চলের মানুষ নিরাপদে থাকতে পারে।’
এই ঘটনায় অনেকেই আক্ষেপ প্রকাশ করেছে। বিশেষ করে বাঘের আক্রমণের মতো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার বিষয়টি উঠে এসেছে। এছাড়া, স্থানীয় কর্তৃপক্ষও এ ধরনের আক্রমণের পর বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে নানা উদ্যোগ নিতে শুরু করেছ। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন। ক্রিকেটের দুনিয়া এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে, এবং প্রিয়াঙ্কা গান্ধীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এ ঘটনায় তাদের সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, মিন্নু মানি ভারতের হয়ে ৩টি ওয়ানডেতে ৩টি উইকেট পেয়েছেন। এছাড়া ৪টি টি-২০তে ৫টি উইকেট পেয়েছেন। ২০২৩ সালে তাঁর ভারতীয় ক্রিকেটে অভিষেক ঘটে। মহিলাদের প্রিমিয়ার লিগে তিনি দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলেন। গত বছরের ডিসেম্বরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন মিন্নু।