নিজস্ব প্রতিনিধি হাওড়া: হাওড়ার পদ্মপুকুর রেল স্টেশনের কাছে আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবসের সকালে বড়সড় দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা১৫ মিনিট নাগাদ দু’টি ট্রেন পদ্মপুকুর রেল স্টেশনের ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয়ে পড়ে। এই ঘটনায় পদ্মপুকুর লেভেল ক্রসিং সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এবং সেখানে বিশাল যানজটের সৃষ্টি হয়। এই লেভেল ক্রসিংটি অত্যন্ত ব্যস্ত, যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং পথচারীরা ক্যারি রোড এবং আন্দুল রোডের সংযোগস্থল হিসেবে এটি ব্যবহার করেন।
দুর্ঘটনার ফলে ক্যারি রোড এবং আন্দুল রোডের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি লাইনচ্যুত ট্রেন দু’টিকে যত দ্রুত সম্ভব সরিয়ে লেভেল ক্রসিং উন্মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার ফলে এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে কাজ চালালেও এখনও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।