Padma Bhushan Award:পদ্মভূষণ পেয়ে বাবাকে স্মরণ অজিত কুমারের

দেশ পেজ 3

নিউজ পোল বিনোদন ব্যুরো : গত শনিবার ২৫ জানুয়ারী পুদ্মভূষণ পুরস্কারের (Padma Bhushan Award) তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় গায়ক, অভিনেতা থেকে শুরু করে ক্রিকেটার নাম রয়েছে। সেখানে বাংলার ছেলে অরিজিৎ সিং থেকে অভিনেত্রী মমতা শংকর অনেকেরই নাম আছে সেই তালিকায়। পুরোস্কারপ্রাপকদের (Padma Bhushan Award) মধ্যে রয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমারের নাম। এই স্বীকৃতি তাঁর দীর্ঘ অভিনয় জীবনের সাফল্যেরই প্রমান।

পুরস্কার ঘোষণার পর অজিত কুমার এক আবেগঘন পোস্ট করেন,’বাবা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই গর্ব অনুভব করতেন। আমার জীবনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। আজ আমি যা কিছু তার অনেকটা বাবার কঠোর পরিশ্রম ও শিক্ষা থেকেই এনেছে।’ তিনি আরও বলেন,’ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই সম্মান পেয়ে আমি ভীষণ খুশি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

অজিত কুমার বলেন, ‘আমি মনে করি এই স্বীকৃতি শুধুমাত্র আমার ব্যক্তিগত নয়, এটি অনেকের সম্মিলিত প্রচেষ্টা ও সমর্থনের প্রমান। চলচ্চিত্র শিল্পের সমস্ত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমার অভিনয় ক্যারিয়ারে যে সিনিয়র, সহকর্মী, মেন্টর যাঁরা আমাকে প্রত্যেকটি ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাঁদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তাঁরা না থাকলে হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না।’

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে ‘থালা’ নামে পরিচিত অজিত কুমার, তাঁর অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ১৯৯০-এর দশকে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করার পর, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর স্টাইল, একশন ও সংলাপ বলার ধরন তাঁকে ভক্তদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

তাঁর বাবা সবসময় চাইতেন, তিনি যেন জীবনে বড় কিছু করেন। তাই পদ্মভূষণ পাওয়ার পর প্রথমেই বাবাকে স্মরণ করেন তিনি। মায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মা আমার পাশে ছিলেন প্রতিটি কঠিন সময়ে। বাবা-মায়ের আশীর্বাদ ছাড়া আজ আমি কিছুই নই।’ এই সম্মান পেয়ে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছেন অজিত কুমার। সিনেমার পাশাপাশি সমাজসেবার কাজেও তিনি আরও বেশি মনোযোগ দিতে চান। এই বিশেষ মুহূর্তে তাঁর ভক্তরাও সমান উচ্ছ্বসিত এবং সোশাল মিডিয়ায় এই জয়কে উদযাপন করছেন।