নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে আজকের এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে নবান্ন সূত্রের খবর। রাজ্যে এবার তৃতীয়বার ক্ষমতায় আসার কারণে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছেন,তাই রাজ্যে শিল্পকে স্থাপন করার জন্য এবার বড় ধরণের উদ্যোগ নিতে চলেছে রাজ্য প্রশাসন এমনটাই খবর নবান্ন সূত্রে।
পাশাপাশি রাজ্যে সরকারি গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চুক্তিভিত্তিক চালক ও কন্ডাক্টার নিয়োগের বিষয়েও একটি প্রস্তাব আজকের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হতে পারে বলে জানা গেছে। সূত্রের খবর, ৮৭৫ জন চালক ও কন্ডাক্টার এই দফায় নিয়োগ করা হতে পারে। নবান্নে শেষ বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন এই পরিবহন দফতরকে নিয়ে। সূত্রের খবর সোমবারের রাজ্যে মন্ত্রীসভার বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।