Kumbh Mela: মহাকুম্ভে ডুব দেবেন বিশ্বের ৭৩টি দেশের কূটনীতিকরা

আন্তর্জাতিক দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরোঃ- প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Kumbh Mela) প্রায় ১০ কোটি মানুষ স্নান সেরেছেন গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে। মেলা ও পুণ্যস্নান চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই উত্তরপ্রদেশ প্রশাসনের আশা, মাস দেড়েকের এই মেলায় সব মিলিয়ে স্নান করবেন ৪০ কোটি পুণ্যার্থী।

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

সনাতনীদের বিশ্বাস, কুম্ভস্নান করলে মোক্ষ লাভ হয়। সেই বিশ্বাসেই আমজনতার সঙ্গে সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন বিশ্বের ৭৩টি দেশের কূটনীতিকরা। আগামী পয়লা ফেব্রুয়ারি কুম্ভস্নান করবেন তাঁরা। মহামিলনের এই মেলায় (Kumbh Mela) সঙ্গমে ডুব দেবেন যুদ্ধে লিপ্ত রাশিয়া এবং ইউক্রেনের কূটনীতিকরাও। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকেও কূটনীতিকরা আসছেন পুণ্যস্নানে।

১ ফেব্রুয়ারি ওই ৭৩টি দেশের কূটনীতিকরা ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারবেন, সে ব্যাপারে বিদেশমন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে। বিদেশমন্ত্রকের তরফে চিঠিতে জানানো হয়েছে, পবিত্র সঙ্গমে ডুব দেওয়ার পাশাপাশি তাঁরা দর্শন করবেন বড় হনুমান মন্দির ও অক্ষয়াবত।

https://www.youtube.com/@newspolebangla

নৌকোয় চড়ে তাঁরা দর্শন করবেন সঙ্গমস্থল। সঙ্গমে স্নান সেরে ওই কূটনীতিকরা যাবেন ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে। সেখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে তাঁরা জানবেন মহাকুম্ভের মাহাত্ম্য সম্পর্কে।

মহাকুম্ভ-পর্ব সেরে উত্তরপ্রদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে যাবেন তাঁরা। কুম্ভমেলায় আখড়া পরিদর্শনও করবেন তাঁরা। একাধিক প্রদর্শনী এবং সাংস্কৃতিক ট্যুরও করানো হবে তাঁদের। ওই কূটনীতিকরা ঘুরে দেখবেন যমুনা কমপ্লেক্স, অশোক স্তম্ভ-সহ অন্যান্য দ্রষ্টব্য স্থান।

https://www.facebook.com/share/v/19GDUDSfiq/

এবার প্রয়াগরাজের এই কুম্ভমেলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি পবিত্র স্নান করবেন ৫ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি কুম্ভস্নান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

প্রয়াগরাজ নগর জীবনযাত্রার মান উন্নত করার জন্য স্মার্ট সিটি প্রযুক্তিও গ্রহণ করছে। ঘাটগুলির মোট দৈর্ঘ্য ১২ কিমি (৭.৫ মাইল) এবং আশেপাশের এলাকাকে ২৫টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। থাকার ব্যবস্থা করার জন্য প্রায় ১৫০,০০০ তাঁবু স্থাপন করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য প্রায় ৮৩টি প্রকল্প সম্পন্ন হয়েছে যার ব্যয় 
₹ ১৪.২৮ বিলিয়ন (১৭০ মিলিয়ন মার্কিন ডলার)।