নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসর ভাতা (Retirement allowance) পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই তাঁরা যাতে এই টাকা পেতে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দপ্তর। সম্প্রতি দফতর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
সব দফতর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি এইচআরএমএসের মাধ্যমে ‘টার্মিনাল বেনিফিট’ (অবসরের সময় এককালীন অনুদান) পেতে অনলাইন আবেদন করতে পারবে। ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দফতর বা নিজের দফতর থেকে অনুমোদন নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। উপভোক্তা যেদিন অবসর নেবেন, সেদিনই এই অনুদান পেয়ে যাবেন।
https://www.youtube.com/@newspolebangla
চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় এখন এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান (Retirement allowance) পান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই সুবিধে পাচ্ছেন তাঁরা। প্রথমে তাঁরা ৩ লক্ষ টাকা পেতেন। পরে মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৫ লক্ষ করেন। সরকারি কর্মীরা অনেক সুযোগ–সুবিধে পেলেও চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল কর্মীরা অবসরের সময় কোনও সুযোগ–সুবিধে পেতেন না। তাই তাঁদের এই অনুদান দিতে উদ্যোগী হয়েছে রাজ্য। ফেডারেশনের প্রবীন নেতা রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।
https://www.facebook.com/share/v/19GDUDSfiq/
অবসরভাতা বা পেনশন (বাংলা: Pension) অর্থ এমন একটি তহবিল যেখানে কোনও কর্মীর চাকরিতে নিযুক্ত থাকাকালীন সময়ে কিছু সংখ্যক অর্থ আলাদা করে যোগ করা হয় এবং যেগুলি থেকে পর্যায়ক্রমিক আকারে ব্যক্তির অবসর গ্রহণের পরে সহায়তা প্রদানের জন্য অর্থগুলি প্রদান করা হয়।