এবার কি রাজনীতিতে কার্তিক মহারাজ ?

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ- এবার কি তাহলে রাজনীতিতে আসছেন কার্তিক মহারাজ ?
একদিকে পদ্মশ্রী পুরস্কারে যখন তাঁর নাম বিবেছিত হয়েছে তখন রবিবার মুর্শিদাবাদে সেই কার্তিক মহারাজ বলেন, “ভারতের রাজনীতির যা অবস্থা, তাতে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে।” কার্তিক কোনও দলের নাম না করলেও, বলেন, “যে দল ভারতের গণতন্ত্র রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে, তাঁদের পাশেই থাকব।” পাশাপাশি তি এটাো বলেন, কার্তিক মহারাজ বলেন, “সন্ন্যাসীদের অনেকে পিছন থেকে রাজনীতি করছেন। রাজনীতি হল সব চেয়ে বড় নীতি। কিন্তু এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। একজন বলছেন ৭০ শতাংশ। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। একজন বলছেন সংখ্যা বাড়াও। সনাতনীদের রক্ষা করার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে, সনাতনীদের পাশে দাঁড়াবে, আমি তাদের পাশে থাকব।”

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মু্র্শিদাবাদ প্রচারে গিয়ে মুর্শিদাবাদে গন্ডোগোলের জন্য এই কার্তিক মহারাজের দিকেই আঙ্গুল তুলেছিলেন। আর তারপর গোটা রাজ্য রীতিমতো তেতে উঠেছিল রাজনৈতিক বাতাবরণে,সেই কার্তিক মহারাজকেই রাষ্ট্রপতি এবার দিতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। যেখানে এই বাংলার কার্তিক মহারাজ সহ ৯ জনকে দেওয়া হচ্ছে এই পদ্মশ্রী পুরস্কার। আর এই খবর প্রচারিত হওয়ার পরেই কার্তিক মহারাজ বলেন, “আমি সন্ন্যাসী মানুষ। মানুষের সেবাই আমার বড় পুরস্কার। এই স্বীকৃতি দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

এই কার্তিক মহারাজের বিরুদ্ধে সরাসরি নাম করে বিজেপির হয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন মমতাবন্দ্যোপাধ্যায়,যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই বলেই অভিযোগ করেন কার্তিক মহারাজ।