Midnapore: স্যালাইন বিতর্কে প্রশ্নের মুখে রাজ্য

Uncategorized

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম মেদিনীপুরে Midnapore স্যালাইন বিতর্কে এক সদ্যোজাতের মায়ের মৃত্যুতে অভিযুক্ত এক চিকিৎসক হাই কোর্টে আবেদনের প্রেক্ষিতে রাজ্যের কাছে কেস ডায়েরী তলব আদালতের। আদালতের নির্দেশ, রাজ্যকে জানাতে হবে তদন্ত কোথায় দাঁড়িয়ে, কাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ?

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

মেদিনীপুর Midnapore হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ও অন্য চারজন অন্তঃসত্ত্বার অসুস্থ হওয়ার ঘটনায় স্যালাইন বিতর্ককে ধামাচাপা দিতে ডাক্তারদের ঘাড়ে দায় চাপানোর অভিযোগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেন চিকিৎসক (অ্যানাস্থেসিস্ট) পল্লবী বন্দ্যোপাধ্যায়।

মামলাকারী পক্ষের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ‘MD অ্যানাস্থেসিস্ট ডাক্তার মামলাকারী। তাঁর বিরুদ্ধে অভিযোগ। কিন্তু এখনও সেই FIR কপি আজ সোমবার সকাল পর্যন্ত আপলোড করা হয়নি! অথচ তাঁকে নোটিস দিয়ে ডাকা হয়েছে!

https://www.youtube.com/@newspolebangla

এর প্রেক্ষিতে রাজ্যের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, ‘কেনও পুলিশ এখনও FIR আপলোড করেনি?

বিচারপতি আরও বলেন, ‘আজই FIR কপি দিতে হবে মামলাকারীকে। আজ কোনও রিপোর্ট দেখবো না। কাল বিকেল সাড়ে ৪ টায় শুনানি। কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরে স্যালাইন বিতর্কে এক সদ্যোজাতের মায়ের মৃত্যুতে অভিযুক্ত এক চিকিৎসক এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। পল্লবী বন্দ্যোপাধ্যায় নামে সেখানকার এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক তাঁর দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, সিআইডি তড়িঘড়ি অভিযোগ দায়ের করে সেখানে কর্মরত ডাক্তারদের অভিযুক্ত করার চেষ্টা করছে। সিআইডির এই ভূমিকাকে চ্যালেঞ্জ করেই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

তাঁর আরও দাবি, যেখানে স্যালাইন নিয়ে এত বিতর্ক হচ্ছে সেখানে সেই স্যালাইন নিয়ে তদন্ত না করে পুলিশ ইচ্ছাকৃতভাবে ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে! সেই মামলায় রাজ্যের কাছেই সোমবার কেস ডায়েরি তলব কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।