নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। রবিবার থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করলেও এই শীতের সুখ বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৭২ ঘণ্টায় ৪ ডিগ্রি পর্যন্ত কমেছে। তবে সোমবার রাত থেকে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে বুধবার থেকে আবার পরিস্থিতি বদলাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশে দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও ফের তাপমাত্রার পারদ বাড়বে। ফলে চলতি মরশুমে নতুন করে শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই।
এই মরশুমে শীতের স্থায়িত্ব বারবার ব্যাহত করেছে পশ্চিমী ঝঞ্ঝা। তাই এই বছর সেভাবে শীতের স্থায়িত্ব অনুভূত হয়নি। রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করলেও বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে দিনের ও রাতের তাপমাত্রা। সরস্বতী পুজোর আগে শীতের আমেজ থাকলেও তার পরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দু’দিনের মধ্যে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। তাই সরস্বতী পুজোতে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডার অনুভূতি মিলবে না।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সকালে হালকা কুয়াশার দেখা মিললেও দিনের বেলায় দৃশ্যমানতা স্বাভাবিক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্য নতুন করে কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। স্বস্তির বিষয়, আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলবে। তবে শীতের পথ ক্রমশ বিদায়ের দিকে, তাই শীতসুখের স্বাদ নিতে হলে আর কয়েকদিনই সুযোগ।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সকালে হালকা কুয়াশার দেখা মিললেও দিনের বেলায় দৃশ্যমানতা স্বাভাবিক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্য নতুন করে কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। স্বস্তির বিষয়, আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলবে। তবে শীতের পথ ক্রমশ বিদায়ের দিকে, তাই শীতসুখের স্বাদ নিতে হলে আর কয়েকদিনই সুযোগ।