নিজস্ব প্রতিনিধি, হুগলি: ব্লক ধরে ধরে চলছে রিভিউ মিটিং। শিক্ষার মান কেমন চলছে তা যাচাই করতে এবার হুগলি (Hooghly) জেলার বিভিন্ন ব্লকে রিভিউ মিটিংয়ে উপস্থিত এবার জেলাশাসক, সভাধিপতি এবং বিধায়করা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং জন প্রতিনিধিরা। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে তাঁরা উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং পাড়ায় পাড়ায় বৈঠকও করছেন।
https://thenewspole.com/2025/04/01/hidden-islands-tamil-nadu-palmban-srirangam-green-quibble/
এর মধ্যে মঙ্গলবার ধনিয়াখালির মানিকপুরে একটি স্কুলে গিয়ে শিক্ষার অবস্থা পরিদর্শন করেন। সেখানে তাঁরা পদার্থবিদ্যার পাঠ নিয়েও আলোচনা করেন এবং বোর্ডে লিখে বিষয়টি ছাত্রদের কাছে বোঝানোর চেষ্টা করেন। এদিন জেলা শাসক মুক্তা আর্যর সঙ্গে ছিলেন হুগলি (Hooghly) জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এবং ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। তাঁরা স্কুলের বেঞ্চে বসে ছাত্রদের কাছে পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
https://www.facebook.com/share/p/16NRY8XTQz/
সভাধিপতি জানান, ‘মানিকপুরের ওই স্কুলে তাঁরা মেধাবী ছাত্র-ছাত্রীদের দেখতে পেয়েছেন। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাঁরা নানা প্রশ্নের উত্তর পেয়েছেন। তিনি বলেন, এটি স্পষ্ট যে, সরকারি স্কুলেও ভালো ছেলে-মেয়ে আছে এবং তাঁরা ভবিষ্যতে আরও বড় কিছু অর্জন করতে পারবে।’
হুগলি জেলার নামকরণ করা হয়েছে এই জেলার অন্যতম প্রধান শহর হুগলির নামানুসারে। “হুগলি” নামটির প্রকৃত উৎস অজ্ঞাত। ইতিহাসবিদ যদুনাথ সরকারের মতে, ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পর্তুগিজ বণিকেরা সপ্তগ্রাম থেকে সরে এসে অধুনা হুগলি অঞ্চলে তাদের পণ্য মজুত করার জন্য যে গুদাম বা গোলা তৈরি করেছিল, সেই “গোলা” শব্দ থেকেই “হুগলি” নামের উৎপত্তি। পর্তুগিজ ভাষায় “গোলা” শব্দের অর্থ “দুর্গপ্রাকারের বহিরাংশের উর্ধ্বভাগের উদ্গত অংশ”। সেই সূত্রে “হুগলি” নামটির সঙ্গে কোনও দুর্গের সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে যদুনাথ সরকার মনে করেন। তার মতে, পর্তুগিজদের ভাষায় “ওগোলিম” বা “ওগোলি” কথাটিই বাঙালিদের উচ্চারণে “হুগলি”-তে পরিণত হয়েছিল।