নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের পরকীয়ার জেরে বলি স্বামী। পেশায় টোটো চালক তিনি। গোপন সম্পর্ক জেনে ফেলাতেই খুন। এবার কুলপিতে পরকীয়ার জেরে প্রেমের বলি, তোলপাড় এলাকা। দক্ষিণ ২৪ পরগনায় South 24 Parganas প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠলো এক গৃহবধূর বিরুদ্ধে।
Tamil Nadu: তামিলনাড়ুর দ্বীপগুলো কি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে?
দক্ষিণ ২৪ পরগনার South 24 Parganas কুলপির তুলসিচক এলাকায় গতকাল সোমবার রাতে নিজের বাড়িতেই ছক কষা হয় খুনের। নিজের বাড়ির সামনেই রক্তাক্ত দেহ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। মহিলার স্বামী ওরফে গৌতম গাড়ির দেহ উদ্ধার ঘিরে রাতেই এলাকায় উপস্থিত হয় পুলিশ। স্থানীয়দের দাবি গৌতমের স্ত্রী প্রতিমার দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এক যুবকের সঙ্গে। প্রায়শই এই নিয়ে অশান্তি বাঁধতো দম্পতির মধ্যে।

জামতলাতেই বাপের বাড়ি প্রতিমার। ১৬ বছর আগে গৌতমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি কারণ স্ত্রী ছিলেন অন্যজনে আসক্ত এমনটাই অভিযোগ। সংসারে অশান্তি প্রায়দিন লেগেই থাকতো। একাধিকবার অশান্তির জল গড়িয়েছিল পুলিশ অবধি।
https://www.youtube.com/@newspolebangla
পুলিশের তরফ থেকে বহুবার গ্রামে সালিশি সভা বসিয়ে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। দম্পতির একটি ১৪ বছরের কন্যা থাকায় সকলেই মিটমাট করে নেওয়ার পথে নিয়ে যাওয়ার জন্য রাজি করতে থাকেন তাদের। মেয়ের মুখ চেয়ে সকলের কথায় স্ত্রীর সঙ্গে থাকতে রাজি হয়ে ছিলেন গৌতম, এমনটাই দাবি করেছেন তাঁর দিদি। প্রতিমা এবং গুরুদাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃত গৌতমের ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা। ধৃতদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হচ্ছে ।