নিউজ পোল স্পোর্টস ব্যুরো: কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে মোহনবাগান (Mohun Bagan) মানেই আবেগ, কিন্তু সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সেই চাপের মধ্যে সোমবার মোহনবাগান (Mohun Bagan) মাঠে নামে ব্যাঙ্গালুরু সিটিএফসি বিরুদ্ধে। যদিও খেলার শুরু থেকেই দলটি ছন্দহীন ফুটবল খেলছিল, শেষ পর্যন্ত লিস্টন কোলাসোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে তারা।
Tamil Nadu: তামিলনাড়ুর দ্বীপগুলো কি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে?
প্রথমার্ধের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বোঝা যাচ্ছিল যে মোহনবাগান আজ তাদের স্বাভাবিক ছন্দে নেই। মাঝমাঠে বারবার বল হারানো, ভুল পাস এবং দুর্বল ডিফেন্স দলের দুর্বলতা স্পষ্ট করে দিচ্ছিল। প্রতিপক্ষ দলও বেশ কিছু ভালো আক্রমণ তৈরি করেছিল, তবে ভাগ্যের জোরে ও মোহনবাগানের গোলরক্ষকের দৃঢ়তায় তারা গোল পায়নি। দ্বিতীয়ার্ধে মোহনবাগান কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে। ৭৫ মিনিটে আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। লিস্টন কোলাসো একটি দুর্দান্ত কাউন্টার-অ্যাটাক থেকে গোল করেন। ডান দিক থেকে আসা একটি নিখুঁত পাস ধরে তিনি ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের বাঁ দিকে বল জড়ান। স্টেডিয়ামে উপস্থিত মোহনবাগান সমর্থকরা সেই মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েন।

তবে গোলের পরও মোহনবাগান পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পায়নি। শেষ কয়েক মিনিটে প্রতিপক্ষ দল মরিয়া হয়ে একাধিক আক্রমণ চালায়, কিন্তু রক্ষণের দৃঢ়তায় ও গোলরক্ষকের দক্ষতায় দলটি নিজেদের লিড ধরে রাখতে সক্ষম হয়। এই জয়ের ফলে মোহনবাগান পয়েন্ট তালিকায় কিছুটা এগিয়ে গেলেও, দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে, আক্রমণভাগে তেমন ধার দেখা যায়নি, মাঝমাঠের খেলোয়াড়রা বারবার বল হারিয়েছেন, আর রক্ষণভাগেও বেশ কিছু দুর্বলতা ছিল। কোচের জন্য এটি অবশ্যই চিন্তার বিষয় হয়ে উঠবে।
https://www.youtube.com/@newspolebangla
তবে দলের সমর্থকদের জন্য এই জয় বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ পরপর কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর জয় ফিরে পাওয়াটা আত্মবিশ্বাস বাড়াবে। লিস্টন কোলাসোর পারফরম্যান্স দলের জন্য আশার আলো, তবে সামগ্রিকভাবে খেলোয়াড়দের আরও মনোযোগী হতে হবে।পরবর্তী ম্যাচে দল কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত এই জয় মোহনবাগানের সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট।