RG Kar: থ্রেট-কালচার, কি পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষের- হাইকোর্ট

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ আর জি কর (RG Kar )মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে কলেজ কি কি পদক্ষেপ করেছিল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের বক্তব্য কি শোনা হয়েছিল? এই বিষয়ে বিস্তারিত হাসপাতালের কাছে জানতে চাইলো আদালত।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

আগামী ৫ ফেব্রুয়ারি হাসপাতালের (RG Kar) কোন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আদালতে এসে জানাতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। কলেজের তরফে আইনজীবী সুমন সেনগুপ্ত তাঁর বক্তব্যে জানান,
রেসিডেন্ট ডাক্তারদের থেকে অভিযোগ পাওয়ার পর এমসিয়াই গাইডলাইন মেনে কমিটি ফর্ম করেছিল। সেই মত পদক্ষেপ করা হয়। তবে কমিটি অভিযুক্ত ডাক্তারদের বক্তব্য শুনেছিল কিনা এবং কবে কি পদক্ষেপ করা হয়েছিল তার বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই বলে জানান তিনি। এরপরই
বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ দেন হাসপাতালের কোন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আদালতে এসে জানাতে হবে তাঁরা কি পদক্ষেপ করেছিল।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

অভিযুক্ত ডাক্তারদের তাদের পক্ষ উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে কিনা তাও নির্দেশ দিয়েছে একক বিচারকের বেঞ্চ। আরজি করের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মামলার জন্য ফেব্রুয়ারিতে সশরীরে আদালতে হাজির হতে হবে। গত বছরের ৬ ডিসেম্বর বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ আরজি করের কর্তৃপক্ষের কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছিল।

তবে, আরজি করের আইনজীবীর উপস্থাপিত প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হননি কারণ এতে অভিযুক্ত ডাক্তারদের তাদের যুক্তি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছিল কিনা তা উল্লেখ করা হয়নি।

গত বছরের আগস্টে হাসপাতাল চত্বরে একই হাসপাতালের এক মহিলা জুনিয়র ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার পর আরজি কর সহ কলকাতার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে “হুমকি সংস্কৃতি”র বিষয়টি সামনে আসে।