Arrest: অস্ত্র আইনে গ্রেফতার ‘ডি বাপি বিরিয়ানি’র কর্ণধার

অপরাধ জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরোঃ গ্রেফতার (Arrest) হলেন অন্যতম বিখ্যাত রেস্তোঁরা ‘ডি বাপি বিরিয়ানি’র কর্ণধার অনির্বাণ দাস। পুরসভার কর্মীকে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে অনির্বাণকে গ্রেফতার (Arrest) করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। তাঁকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হয়। ধৃতের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় অনির্বাণের। অভিযোগ, ভাড়ার চুক্তি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও ওই ঘর ছাড়ছিলেন না তিনি। সোমবার এই নিয়ে দু’জনের মধ্যে বচসা বাঁধে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতেই বিশ্বজিৎকে মারধর করেন অনির্বাণ। আরও অভিযোগ, তাঁর নিরাপত্তারক্ষীর কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বজিৎকে হুমকিও দেওয়া হয়।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

এর পরেই মধ্যমগ্রাম থানায় অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ। মঙ্গলবার অস্ত্র আইনে অনির্বাণকে গ্রেফতার করে পুলিশ। তাঁর নিরাপত্তারক্ষীর খোঁজ চলছে। যদিও অনির্বাণের পরিবার আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।

https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

ডি বাপি বিরিয়ানির মালিকের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বজিৎ দত্ত। তার জেরেই এ দিন গ্রেফতার হতে হল অনির্বাণকে। তাঁর নিরাপত্তারক্ষীর খোঁজ চলছে। যদিও অনির্বাণের পরিবার আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। অনির্বাণের পরিবারের পক্ষ থেকে দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে গোডাউন ভাড়া নেওয়া ছিল। তবে বাড়ির মালিক বলেছিলেন, ঘর দিলেও শৌচাগার দেবেন না। তা নিয়েই বচসা হয়। 

মধ্যমগ্রাম-সোদপুর রোডে অবস্থিত ডি বাপি বিরিয়ানি রেস্তরাঁ। বাদামতলায় তাদের একটি গুদামও রয়েছে। এক বাড়ি মালিকের থেকে গুদামটি ভাড়া নেন অনির্বাণ। জানা গিয়েছে, সোমবার সন্ধেবেলা গুদামের মালিক অনির্বাণের সঙ্গে দেখা করতে যান। জানান, ১১ মাসের মেয়াদ পেরিয়ে গিয়েছে। এবার বাড়ি ছেড়ে দিতে হবে তাঁকে। 

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগণার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কর্মী অনির্বাণ। কয়েক বছর আগে ‘ডি বাপি বিরিয়ানি’র ব্যারাকপুর শাখায় গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এর কয়েক দিন পর উড়ো হুমকি চিঠিও পেয়েছিলেন অনির্বাণ। এবার নিজেই অস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে দু’দিনের জেলের সাজা পেলেন।